Richi Solaiman : ফিরে এলেন সেই রিচি
![]() |
ফিরে এলেন সেই রিচি |
ফিরে এলেন সেই রিচি
একসময়ের ছোটপর্দা কাপানো অভিনেত্রী রিচি সোলায়মান। তার নাটকের জন্য অপেক্ষায় থাকতো দর্শকেরা। ক্যারিয়ারের বৃহস্পতি যখন তুঙ্গে, ঠিক তখন পর্দার আড়ালে চলে যান মিষ্টি চেহারার এই অভিনেত্রী। এসময় পরিবার নিয়ে থিতু হয়েছেন বিদেশের মাটিতে।
হঠাৎ আড়ালে চলে যাওয়া রিচি এবার ফিরে এলেন পুরোনো রাজ্যে। গত কয়েক বছর তাকে নিয়মিত দেখা যায়নি। তাতে ভক্ত অনুরাগীরাও ছিলেন বিষন্ন। ভালোবাসার ভক্তদের মন ভালো করতে এবার বিরতি ভাঙলেন রিচি। আবারও অভিনয়ে ফিরেছেন তিনি।
সম্প্রতি মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ পরিচালিত নাটক ‘মৎস্য কন্যা’র শুটিংয়ে অংশ নেন রিচি সোলায়মান। এই নাটকের মাধ্যমেই মূলত অভিনয়ে ফিরলেন তিনি। ‘মৎস্যকন্যা’ মূলত সমুদ্র উপকূলে জীবন জীবিকার তাগিদে সংগ্রাম করা এক মেয়ের গল্প। সেই সংগ্রামী মেয়ের চরিত্রেই দেখা যাবে তাকে।
অভিনয়ে ফিরে আসার প্রসঙ্গে রিচি সোলায়মান বলেন, “নাটকে ফিরলাম, এক অসাধারণ গল্পে কাজ করলাম। আশা করি দর্শক নাটকটি উপভোগ করবেন।”
রিচি সোলায়মান ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবরিন আজাদ, সাদ্দাম মাল এবং সৈকত সিদ্দিক। এটি প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল। খুব শিগগির দর্শক ফিকশনটি দেখতে পাবেন।
হাঙ্গামা/ধ্রুব