Regina Cassandra : ‘‘আমি দুধের প্যাকেট নই’’
Regina Cassandra : ‘‘আমি দুধের প্যাকেট নই’’ |
‘‘আমি দুধের প্যাকেট নই’’
ভারতের দক্ষিণী সিনেমার দাপুটে চিত্রনায়িকা রেজিনা ক্যাসান্ড্রা। বলিউডেরও চেনা মুখ তিনি। সম্প্রতি কয়েকটি হিন্দি ভাষার ওয়েব সিরিজে কাজ করায় বি-টাউনেও তৈরি হয়েছে জনপ্রিয়তা। বলতে গেলে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে উঠে এসেছে তার নামও। ১৪ বছর বয়সে ক্যারিয়ার শুরু এই নায়িকা এবার অভিনয় করতে যাচ্ছেন একটি ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজে।
‘জানবাজ হিন্দুস্তান কে’ নামের এই ওয়েব সিরিজটি নির্মাণ করছেন খ্যাতিমান বাঙালী নির্মাতা সৃজিত মুখার্জি। এই সিরিজে রেজিনাকে দেখা যাবে নারী আইপিএস অফিসার ‘কাব্য আইয়ার’-এর চরিত্রে। এর আগে তিনি কখনো আইপিএস অফিসারের চরিত্রে অভিনয় করেননি। এই চরিত্রে এবারই প্রথম ক্যামেরার সামনে দাড়াতে যাচ্ছেন রেজিনা।
সংবাদমাধ্যমে পুলিশের পোশাকে গায়ে চাপানোর অনুভূতি ব্যক্ত করেছেন রেজিনা। তিনি বলেছেন, ‘‘আইপিএসের ইউনিফর্ম গায়ে মনে হচ্ছিল স্বপ্নের দুনিয়ায় আছি। সে এক অদ্ভুত অনুভূতি। আমি এমন এক শক্তিশালী চরিত্রে অভিনয় করেছি, যা আগে কখনো করিনি। আমার বিশ্বাস, আমি আমার অভিনীত চরিত্রের সঙ্গে ন্যায়বিচার করতে পেরেছি।’’
এর আগে ভারতের মেঘালয় থেকে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেছিলেন সৃজিত মুখার্জি। যা নিয়ে শুরু হয়েছিলো রহস্য। অনেক নেটিজেন সেই ছবির সূত্র ধরে মিথিলার সঙ্গে তার বিচ্ছেদের গন্ধও পেয়েছিলেন। তবে এবার খোলাসা হলো সে ছবির রহস্য। জানা গেছে এই সিরিজের শুটিং করতেই মেঘালয়ে ছিলেন সৃজিত। এছাড়াও ভারতের আরও বেশ কয়েকটি নয়নাভিরাম লোকেশনে হয়েছে শুটিং করা হয়েছে এ সিরিজটির।
রেজিনা ক্যাসান্ড্রা তার অভিনয় জীবন প্রসঙ্গে আলাপ করতে গিয়ে জানিয়েছেন তার জীবনের নানা কথা। তিনি জানিয়েছেন, তামিল ছবি কানদা নাল মুধাই-এ পার্শ্ব অভিনেত্রী হিসেবে চলচ্চিত্র দুনিয়ায় পা রেখেছিলেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে রেজিনা বলেন, ‘‘মাত্র ১৪ বছর বয়সে ক্যারিয়ার শুরু করেছিলাম। আনুষ্ঠানিকভাবে হিসাব করলে ২০১২ সালে শুরু। তখন সবে কলেজ শেষ করেছি। আমার মানসিক অবস্থান তখন অন্য রকম ছিল। অভিনেত্রী হওয়ার কোনো পরিকল্পনা ছিল না। অনেকে পরামর্শ দিয়েছিল, যত তাড়াতাড়ি সম্ভব যা খুশি করে নাও। কারণ, নায়িকাদের অভিনয়জীবন মাত্র পাঁচ বছরের। কিন্তু আমি মনে করি, আমি দুধের প্যাকেট নই, যেখানে মেয়াদোত্তীর্ণ তারিখ লেখা আছে।’’
এই দক্ষিণি অভিনেত্রী আরো বলেন, ‘‘আমার ক্যারিয়ারের ব্যাপারে অন্য কেউ সিদ্ধান্ত নিক তা পছন্দ করি না। নিজের পছন্দমতো প্রকল্প বেছে নিই। ক্যারিয়ারে ১০ বছর পার করে ফেলেছি। এখনো টিকে আছি।’’
হাঙ্গামা/অভিজিৎ