Pori Moni : রাজের ঘরে ফিরেছেন পরীমনি!
রাজের ঘরে ফিরেছেন পরীমনি! |
রাজের ঘরে ফিরেছেন পরীমনি!
শোবিজ পড়া থেকে সংবাদমাধ্যম সরগরম হয়ে আছে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি ও অভিনেতা শরিফুল রাজের সংসার নিয়ে। থার্টি-ফাস্ট নাইটে পরী জানিয়েছিলেন তাদের সংসার ভাঙ্গার খবর। শেষ অবদি তাই বলবৎ ছিল। কিন্তু এবার সামনে এলো নতুন খবর। শোনা গেলো, দ্বন্দ্বের অবসান ঘটিয়ে রাজের ঘরে ফিরে গেলেন পরী।
৩ জানুয়ারি রাতে দেয়া এক ফেসবুক পোস্টে এমন তথ্যই জানিয়েছেন চিত্রনায়িকা শিরিন শিলা। সে পোস্টে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা গেছে, পরীমনি ও রাজ যুগল শিরিন শিলার সঙ্গে ভিডিওকলে কথা বলছেন। ছবিতে তাদের পুত্র রাজ্যকেও দেখা গেছে।
একই পোস্টে শিরিন শিলা লিখেছেন— “অভিনন্দন দোস্ত পরীমনি। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য। যারা পরীমনির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিল, তারা বিষ খেয়ে মরে যাও। কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক।”
শিরিন শিলার এমন পোস্টে স্পষ্ট বোঝা যায় মান-অভিমানের দ্বন্দ্ব অবসান হয়েছে রাজ-পরীর। এতে অনেক নেটিজেনই খুশি হয়েছেন। তারা এই তারকা দম্পতিকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছেন। তা নিয়ে কিছু সংবাদমাধ্যমে সংবাদও প্রকাশ করা হয়।
৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে এ বিষয়ে বিস্তারিত জানতে পরীমণিকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি আন্দাজি বলে উড়িয়ে দেন। তিনি বলেন, “আন্দাজে নিউজ করা হয়েছে।”
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। এরপর একই বছরের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।
হাঙ্গামা/মৃদুলা