Pori Moni : পরীর বিছানায় রক্ত, আজই সংবাদ সম্মেলন

Pori Moni : পরীর বিছানায় রক্ত, আজই সংবাদ সম্মেলন
Pori Moni : পরীর বিছানায় রক্ত, আজই সংবাদ সম্মেলন

পরীর বিছানায় রক্ত, আজই সংবাদ সম্মেলন


ঢালিউড সুপারস্টার পরীমণি ও নায়ক শরিফুল রাজের সংসারে চলছে ভাঙনের ঝড়। গত ৩১ ডিসেম্বর (শুক্রবার) দিবাগত রাতে ফেসবুকে এক পোস্টে নিজেই এই ঝড়ের আভাস দেন পরী।

এদিন দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে পরী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, “হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।”


ওই পোস্টের পর পরী সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি রাজের বাসা থেকে পুত্র রাজ্যকে নিয়ে বেরিয়ে এসেছেন। শিগ্রই রাজকে তালাকের নোটিশ পাঠিয়ে দেবেন বলেও জানান নায়িকা।

শনিবার দিনভর এ নিয়ে পরীর স্বামী, অভিনেতা শরিফুল রাজের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। তবে রাতে যেন বরফ গলে দুই তারকার। নিজেদের মধ্যে মান-অভিমান ভুলে আবারও এক হন তারা। রাতে রাজের বসুন্ধরার বাসায় আছেন বলেও জানান পরীমণি। যে খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন দুই তারকার ভক্ত-শুভাকাঙক্ষীরা।

তবে তাদের সেই বোঝাপড়াটা বেশিক্ষণ স্থায়ী হলো না। আবারও ঝগড়ায় লিপ্ত হন রাজ-পরী। নতুন বছরের প্রথম প্রহরে ফেসবুকে এক পোস্টে সেটাই জানান দিলেন পরীমণি।


পোস্টে দুটি ছবি প্রকাশ করেন পরী। যেখানে তার বিছানা ও বালিশে রক্তের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে দুজনের হাতাহাতি থেকেই এই ঘটনা ঘটেছে। সে ছবির ক্যাপশনে বিস্তারিত কিছু না বলে তিনি লিখেছেন, “হ্যাপি নিউ ইয়ার। প্রেস কনফারেন্স টুমরো…লোডিং।”

অর্থাৎ, আজ দিনের কোনো একটা সময় নিজেদের মধ্যে চলমান দ্বন্দ্বের বিষয়টি সাংবাদিকদের কাছে তুলে ধরবেন পরী। সেখানেই জানা যাবে শরিফুল রাজের সঙ্গে কী সমস্যা হয়েছে তার। দুজনের সম্পর্কের ভবিষ্যৎই বা কী!


উল্লেখ্য, ব্যক্তিগত জীবনের নানা ঘাত-প্রতিঘাতের মাঝে ২০২১ সালের ১৭ অক্টোবর ভালোবেসে হাত ধরেছিলেন উঠতি অভিনেতা শরিফুল রাজের। ৭ দিনের প্রেমের পর গোপনে বিয়ে করেন তারা। এরমধ্যেই পরীর কোল আলো করে এসেছে তাদের পুত্রসন্তান রাজ্য।

হাঙ্গামা/ধ্রুব
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url