Nira Chhantyal : বিমান দুর্ঘটনায় মৃত্যুর আগে কি লিখলেন গায়িকা?

Nira Chhantyal : বিমান দুর্ঘটনায় মৃত্যুর আগে কি লিখলেন গায়িকা?
Nira Chhantyal : বিমান দুর্ঘটনায় মৃত্যুর আগে কি লিখলেন গায়িকা?

বিমান দুর্ঘটনায় মৃত্যুর আগে কি লিখলেন গায়িকা?


নেপালের ভয়াবহ বিমান দূর্ঘটনায় নিহত হয়েছেন ঐ দেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী নিরা ছান্তায়্যাল। ১৫ জানুয়ারী (রবিবার) এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের বোন হেরা ছান্তায়্যাল। নেপালের পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে মারাত্মক বিমান দুর্ঘটনায় নিহত হওয়া ৬৭ জনের মধ্যে ছিলেন এই সংগীতশিল্পী।

তার এমন মৃত্যুর পর আলোচনায় এসেছে দূর্ঘটনার আগে নিরা যা লিখে গেছেন, তা নিয়ে। ভক্তরা সেসব সামাজিক মাধ্যমে শেয়ার করে শোকপ্রকাশও করছেন। নিরা ছান্তায়্যাল বরাবরই সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন। ফেসবুকে নিয়মিত লিখতেন ও ছবি-ভিডিও পোস্ট করতেন বন্ধু ও ভক্তদের উদ্দেশ্যে। এবার দেখে নেওয়া যাক তার ফেসবুকের শেষ দিনগুলো।

মাঘসংক্রান্তি উপলক্ষে দেশ–বিদেশের সবাইকে শুভেচ্ছা
মাঘসংক্রান্তি উপলক্ষে দেশ–বিদেশের সবাইকে শুভেচ্ছা


বিমান দুর্ঘটনার দুই ঘণ্টা আগেও ফেসবুকে সক্রিয় ছিলেন নিরা। সেসময় একটি ছবি পোস্ট করেন এবং তার ক্যাপশনে লেখেন, ‘শুভ  মাঘসংক্রান্তি উপলক্ষে দেশ–বিদেশের সবাইকে শুভেচ্ছা। সব বাবা-মা, ভাই-বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা।’

কাঠমান্ডুতে অনুষ্ঠান শেষ করলাম। কাল দেখা হবে পোখারায়
কাঠমান্ডুতে অনুষ্ঠান শেষ করলাম। কাল দেখা হবে পোখারায়

তার এক দিন আগে আরেকটি ছবি পোস্ট করেছিলেন এই গায়িকা। সেখানে লিখেছিলেন, “কাঠমান্ডুতে অনুষ্ঠান শেষ করলাম। কাল দেখা হবে পোখারায়।” এই অনুষ্ঠানই যে তার জীবনের শেষ অনুষ্ঠান হবে কে জানতো? 

কাঠমান্ডুতে আমাদের ঘাটু ড্যান্স
কাঠমান্ডুতে আমাদের ঘাটু ড্যান্স

নেপালে গান নিয়ে নিয়মিতই তাঁর ব্যস্ততা ছিল। ১৪ জানুয়ারী (শনিবার) ব্যস্ত ছিলেন ঘাটু ড্যান্সের অনুষ্ঠানে গান নিয়ে। সেদিন নিরা লিখেছিলেন, ‘কাঠমান্ডুতে আমাদের ঘাটু ড্যান্স। পাঁচ বছর ধরে এটা আমি শিখেছি।’ এটাই ছিলো তার শেষ ঘাটু ড্যান্স। এছাড়া, মাঘ সংক্রান্তি উৎসবে সহকর্মীদের সবাইকে কাঠমান্ডুর ভাওয়ানে আমন্ত্রণ জানিয়েছিলেন নিরা।

ছবিটির মধ্য থেকে একটি খুঁত বের করে দেখান
ছবিটির মধ্য থেকে একটি খুঁত বের করে দেখান

গত ১১ জানুয়ারি ফেসবুকে এই ছবিটি পোস্ট করেছিলেন নিরা ছান্তায়্যাল। এ ছবির ক্যাপশনে লিখেছিলেন, “ছবিটির মধ্য থেকে একটি খুঁত বের করে দেখান।”

ভূত কথা বলছে, আমি ঘুমাতে পারছি না
ভূত কথা বলছে, আমি ঘুমাতে পারছি না


নিরা বন্ধুত্ব ও আড্ডা খুব পছন্দ করতেন। যার প্রমাণ পাওয়া যায় তার ফেসবুক প্রোফাইলে। কদিন আগে বন্ধুদের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন তিনি। যা বন্ধুদের নিয়ে দেয়া তার জীবনের শেষ পোস্ট। সেখানে নিরা লিখেছিলেন, “বন্ধুত্ব সারা জীবনের।” এছাড়া তিনি এর আগের একটি পোস্টে এক বন্ধুকে উদ্দেশ্য করে মজার ছলে তিনি লিখেছিলেন, “ভূত কথা বলছে, আমি ঘুমাতে পারছি না।”

কেউ বলছিল তোমার চোখ দুটো সুন্দর, আমি উত্তর দিলাম বৃষ্টির পর প্রায়ই আকাশ খুলে যায়
কেউ বলছিল তোমার চোখ দুটো সুন্দর, আমি উত্তর দিলাম বৃষ্টির পর প্রায়ই আকাশ খুলে যায়


৬/ নিরা এই ছবিটি পোস্ট করেছিলেন ২ জানুয়ারি। সেখানে তিনি লিখেছিলেন, “কেউ বলছিল তোমার চোখ দুটো সুন্দর, আমি উত্তর দিলাম বৃষ্টির পর প্রায়ই আকাশ খুলে যায়।” এছাড়া বছরের প্রথম দিনে তিনি লিখেছিলেন, “একজন মানুষের আসল রূপ তখনই দেখা যায় যখন সে নেশাগ্রস্ত হয়, সে নেশাগ্রস্ত হোক বা মাতাল। এর মধ্য দিয়েই প্রকাশ পায় চেহারা।”

হাঙ্গামা/ধ্রুব
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url