Naresh-Pavitra : তৃতীয় স্ত্রীর জুতাপেটা খেয়ে চতুর্থ বিয়ে করছেন অভিনেতা
![]() |
Pavitra :তৃতীয় স্ত্রীর জুতাপেটা খেয়ে চতুর্থ বিয়ে করছেন অভিনেতা |
তৃতীয় স্ত্রীর জুতাপেটা খেয়ে চতুর্থ বিয়ে করছেন অভিনেতা
ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার মহেশ বাবু। তার সৎ ভাই নরেশ বাবুও পরিচিত অভিনেতা। কন্নড় সিনেমায় নিয়মিত অভিনয় করেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনটি বিয়ে করেছেন এই অভিনেতা। প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়েছে অনেক আগেই। তবে তৃতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে কিনা তা স্পষ্ট নয়। কিন্তু দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন তারা।
গত বছরের জুলাই মাসের শুরুতে মহিশূরের একটি আবাসিক হোটেলে কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পবিত্রা লোকেশের সঙ্গে এক বিছানায় রাত কাটিয়েছেন নরেশ। এ খবর জানতে পেরেছিলেন তার তৃতীয় স্ত্রী রামায়া। তিনিও ছেড়ে দেবার পাত্রী নন। পুলিশ নিয়ে হাজির হয়েছিলেন হোটেলে। তখন প্রকাশ্যে জুতা পেটা করেছিলেন নরেশকে। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। যা নিয়ে তোলপাড় শুরু হয় নেটদুনিয়ায়। শোনা যায় এই ঘটনার পর থেকেই তৃতীয় স্ত্রীর কাছ থেকে দূরে থাকছেন নরেশ।
তৃতীয় বউয়ের হাতে প্রকাশ্যে জুতাপেটা খাওয়ার পর এবার চতুর্থ বিয়ের ঘোষণা দিলেন এই অভিনেতা। অনেকদিন ধরেই অভিনেত্রী পবিত্রা লোকেশের সঙ্গে সম্পর্কে রয়েছেন নরেশ বাবু। কয়েক মাস আগে গুঞ্জন উঠেছিল, গোপনে বিয়েও করেছেন তারা। যদিও এই গুঞ্জন মিথ্যা বলে দাবি করেন দুজনই। এবার পবিত্রাকেই বিয়ের ঘোষণা দিলেন নরেশ বাবু।
নরেশ বাবু তার টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওর শুরুতে পর্দায় ভেসে উঠে— ‘ওয়েলকাম টু আওয়ার ওয়ার্ল্ড।’ এরপর টেবিলের ওপর রাখা চকোলেট কেক কাটতে দেখা যায় নরেশ-পবিত্রাকে। পরের দৃশ্যে পরস্পরকে ওই কেক খাইয়ে দিতে দেখা যায়। পরের দৃশ্যে শ্যাম্পেনের গ্লাস হাতে পরস্পরের ঠোঁটে ঠোঁট রেখে চুমু এঁকে দেন পবিত্রা ও নরেশ। এরপর পর্দায় ভেসে উঠে, ‘হ্যাপি নিউ ইয়ার ২০২৩।’
নরেশ বাবু ও পবিত্রা লোকেশ অনেক সিনেমায়ই একসঙ্গে অভিনয় করেছেন। তাদের অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘আন্টি সুন্দরানিকি’। তেলেগু ভাষার এ সিনেমা গত ১০ জুন মুক্তি পায়। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেন নানি।
দীর্ঘ তিন দশকের অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন পবিত্রা লোকেশ। ব্যক্তিগত জীবনে সুচেন্দ্র প্রসাদের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। এ সংসারে তার দুটি সন্তান রয়েছে। ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।
হাঙ্গামা/অভিজিৎ