Monami Ghosh : কে এই মনামী? নায়িকা হচ্ছেন চঞ্চল চৌধুরীর

Monami Ghosh : কে এই মনামী? নায়িকা হচ্ছেন চঞ্চল চৌধুরীর
কে এই মনামী? নায়িকা হচ্ছেন চঞ্চল চৌধুরীর

কে এই মনামী? নায়িকা হচ্ছেন চঞ্চল চৌধুরীর


বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক দর্শকপ্রিয় ও ব্যাবসাসফল ছবি উপহার দিয়ে যাচ্ছেন তিনি। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ ও শাউকি পরিচালিত ওয়েব সিরিজ ‘কারাগার’-এ চঞ্চলের অভিনয় তৈরি করেছে ভিন্ন মাত্রা। এর সুবাদে শুধু বাংলাদেশ নয়, ভারতেও চলছে চঞ্চল বন্ধনা।

এরমধ্যেই ভারতের খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি চঞ্চলকে নিয়ে ঘোষণা দিয়েছেন নতুন সিনেমা নির্মাণের। উপমহাদেশে কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করতে যাচ্ছেন এই নির্মাতা। ‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছেন চঞ্চল। এবার তার স্ত্রীর ভূমিকায় কাকে দেখা যাবে, তাও ঠিক করে ফেলেছেন সৃজিত। তিনি জানিয়েছেন এই সিনেমায় চঞ্চলের বিপরীতে মৃণাল সেনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন মনামী ঘোষ। এমন ঘোষণার পরই প্রশ্ন উঠেছে ‘কে এই মনামী ঘোষ?’ তাহলে এবার জেনে নেয়া যাক মনামী ঘোষের আসল পরিচয়।

Monami Ghosh : কে এই মনামী?
Monami Ghosh : কে এই মনামী?


১৯৮৪ সালের ১৩ জুলাই ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের চব্বিশ পরগনার বসিরহাটে জন্মগ্রহণ করেন মনামী ঘোষ। বসিরহাটের শহরেই তার বাল্যকাল কেটেছে। ছোটবেলায় নাচের প্রতি তার ভিশন ঝোক ছিলো। সেসময় অসংখ্যবার বিভিন্ন মঞ্চে শিশু নৃত্যশিল্পী হিসেবে নৃত্য পরিবেশন করেছেন তিনি।


Monami Ghosh : কে এই মনামী? নায়িকা হচ্ছেন চঞ্চল চৌধুরীর
Monami Ghosh - মনামী ঘোষ


১৯৯৭ সালে মাত্র ১৭ বছর বয়সে ভারতের টেলিভিশন চ্যানেল ডিডি বাংলার সিরিয়াল ‘সাতকাহন’ দিয়ে অভিনয় শুরু করেন মনামী। যা নির্মিত হয়েছিলো বিখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের উপন্যাস ‘সাতকাহন’ অবলম্বনে৷ এরপর আর তাকে পেছন ফিরতে হয়নি। গত দুই দশক ধরে নিয়মিত বিভিন্ন সিরিয়াল, চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করে যাচ্ছেন তিনি।


Monami Ghosh : কে এই মনামী? নায়িকা হচ্ছেন চঞ্চল চৌধুরীর
Monami Ghosh - মনামী ঘোষ


৩৮ বছর বয়সী এই অভিনেত্রী ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’র ‘মৌচাক’ সিরিজে বৌদির চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন। তিনি পশ্চিমবঙ্গের দর্শকদের কাছে বৌদি হিসেবেও পরিচিত। এছাড়া ‘সোনার হরিণ’, ‘এক আকাশের নিচে’, ‘একদিন প্রতিদিন’, ‘বিন্নি ধানের খই’ থেকে ‘পুণ্যি পুকুর’, ‘আমলকী’, ‘ইরাবতীর চুপকথা’র মতো ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।

Monami Ghosh : কে এই মনামী? নায়িকা হচ্ছেন চঞ্চল চৌধুরীর
Monami Ghosh - মনামী ঘোষ


কলকাতার এই অভিনেত্রী সিরিয়ালের বাইরে বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। যার মধ্যে ‘মাটি’, ‘এক মুঠো ছবি’, ‘বেলাশেষে’, ‘ওগো বধূ সুন্দরী’, ‘ভূতের ভবিষ্যৎ’, ‘বেলাশুরু’, ‘বক্স নম্বর ১৩১৩’ এবং ‘কালো চিতা’র অন্যতম।

Monami Ghosh : কে এই মনামী? নায়িকা হচ্ছেন চঞ্চল চৌধুরীর
Monami Ghosh - মনামী ঘোষ


অভিনয় প্রতিভার পাশাপাশি মনামীর গানের প্রতিভাও রয়েছে। গেলো বছর ‘ভিটামিন এম’ শিরোনামে একটি গান প্রকাশ করেছেন তিনি। যা শ্রোতা মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। শুধু তাই নয়, ভারতের আলোচিত টেলিভিশন রিয়েলিটি শো ‘ড্যান্স ড্যান্স জুনিয়র’-এর বিচারকের দায়িত্বেও দেখা গেছে মনামীকে। 

হাঙ্গামা/ধ্রুব
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url