Mehazabien Chowdhury : বিদায় নিচ্ছেন মেহজাবিন!
Mehazabien Chowdhury : বিদায় নিচ্ছেন মেহজাবিন! |
বিদায় নিচ্ছেন মেহজাবিন!
বাংলাদেশের ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। দীর্ঘসময় ধরেই এই মাধ্যমে দাপুটে রাজত্ব তার। তবে তাকে আর দেখা যাবেনা টেলিভিশন নাটকের পর্দায়। তেমন কথাই বলছেন মেহজাবিন। তিনি বলেছেন, ‘‘এখন নতুনরা অনেকেই ভালো করছেন। তাদের জায়গা ছেড়ে দিতে হবে।’’
৩০ জানুয়ারি (সোমবার) বিকেল পাঁচটায় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পেয়েছে নতুন ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’। ভিকি জাহেদ পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এই সিরিজ মুক্তি উপলক্ষে ২৯ জানুয়ারি (রোববার) রাতে রাজধানীর এসকেএস টাওয়ারে প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয়। সেখানে হাজির হয়ে নাটকে অভিনয় ছাড়ার কথা বলেন ছোট পর্দার এই অভিনেত্রী।
অনুষ্ঠানে অভিনয় ছাড়ার ইঙ্গিত দিয়ে মেহজাবিন চৌধুরী বলেন, ‘‘আমরাই যদি নাটক কনটিনিউ করি তাহলে তো হবে না। একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে আমাদের। আবার অন্যদের জন্য তো জায়গা করে দিতে হবে। নাটকে এখন নতুনরা অনেকেই ভালো করছেন। তাদের জায়গা করে দিতে হবে। তারা অনেক ভালো করুক। আমি মনে করি, ওদের সাপোর্ট দরকার।’’
মূলত নাটকের কাজ কমিয়ে ওটিটির কাজে মনোযোগী হচ্ছেন মেহজাবিন। তার উদাহরণ পাওয়া গেছে অভিনেত্রীর নিজের মুখেই। তিনি এ সময় জানিয়েছেন, আসছে ভালোবাসা দিবসে এবার তার কোনো নাটক আসছে না। এই সময়ে শুধুমাত্র ‘দ্য সাইলেন্স’ ওয়েব সিরিজেই দেখা মিলবে তার।
এখুনি টেলিভিশন নাটকে অভিনয় ছেড়ে দিচ্ছেন না টেলিভিশনে দাপিয়ে বেড়ানো ওই অভিনেত্রী। তার ভাষ্য, ‘‘আমি আসলে নাটক ছাড়ার কথা কখনওই বলিনি। আমি নাটকেরই মেয়ে। মনের মতো স্ক্রিপ্ট পেলে অবশ্যই নাটক করবো। আবারও আসবো।’’
প্রতিটি বিশেষ দিবসে মেহজাবিন অভিনীত একাধিক নাটক প্রচারিত হয়। কখনও সেই সংখ্যা ডজন ছাড়িয়ে যায়। সেখান থেকে বেশিরভাগ নাটকই আলোচনার কেন্দ্রে চলে আসে। ভালোবাসা দিবসের পর বড় উৎসব রোজার ঈদ। সেটা নিয়েও তেমন পরিকল্পনা নেই মেহজাবিনের। ছোট্ট করে বললেন, ঈদে কী হবে না হবে, কেমনে বলবো?
এদিকে প্রিমিয়ার শোয়ে আট পর্বের ‘দ্য সাইলেন্স’র তিন পর্ব দেখানো হয়। এতে অভিনয় করেছেন মেহজাবিন, শ্যামল মওলা, আজিজুল হাকিম, বিজরি বরকউল্লাহ, আব্দূন নূর সজলসহ অনেকে। ওটিটি প্লাটফর্ম বিঞ্জে এটি ফ্রিতেই উপভোগ করতে পারবেন দর্শকেরা।
হাঙ্গামা/মৃদুলা