Manoshi Prokrity : মানসী প্রকৃতির ‘ঠোকর’

Manoshi Prokrity : মানসী প্রকৃতির ‘ঠোকর’
Manoshi Prokrity : মানসী প্রকৃতির ‘ঠোকর’

মানসী প্রকৃতির ‘ঠোকর’


ঢাকাই সিনেমার দারুণ সম্ভাবনাময়ী চিত্রনায়িকা মানসী প্রকৃতি। বড় পর্দার ক্যারিয়ার স্বল্পদিনের হলেও এরই মধ্যে পাঁচটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। নতুন বছরে পা দিয়েই এই নায়িকা দিলেন নতুন সুখবর। তিনি জানিয়েছেন, পঞ্চম সিনেমার শুটিং সেটে বসেই ষষ্ঠ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন প্রকৃতি।

নতুন বছরের চুক্তিবদ্ধ হওয়া এই সিনেমাটির নাম ‘ঠোকর’। এটি নির্মান করতে যাচ্ছেন একজন প্রতিথযশা সাংবাদিক। নায়িকা মানসী প্রকৃতির ভাষ্য মতে, ‘‘এ এক অন্যরকম অনুভূতি। যা ভাষায় প্রকাশ করা যায় না। সিনেমাটি পরিচালনা করবেন সাংবাদিক মাজহার বাবু। এই সিনেমা দিয়েই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি।’’


৫ জানুয়ারি (বৃহস্পতিবার) আরিফুর জামান আরিফ পরিচালিত নির্মিতব্য ‘অগ্নিশিখা’র শুটিং করছিলেন প্রকৃতি। সেই সেটেই নতুন এই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমায় তার বিপরীতে কে অভিনয় করছেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে অচিরেই চূড়ান্ত করে সবাইকে জানানো হবে বলে জানিয়েছেন নির্মাতা।

সাংবাদিক ও পরিচালক মাজহার বাবু বলেন, ‘‘বর্তমান সময়ের দর্শক চাহিদা মাথায় রেখেই সিনেমাটি নির্মাণ করা হবে। সময়ের পরিবর্তনে দর্শকদের রুচিরও ব্যাপক পরিবর্তন হয়েছে। তাদের ভাবনা মাথায় নিয়ে নিজের প্রথম সিনেমায় ভিন্নধর্মী একটি গল্প বেছে নিয়েছি। আশা করছি, দর্শককে দারুণ কিছু উপহার দিতে পারব।’’

উদিয়মান এই নির্মাতা আরো বলেন, ‘‘সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই সিনেমাটির নির্মাণ কাজ শুরু হবে। এতে আরো কারা অভিনয় করছেন- সেটি আনুষ্ঠানিকভাবে শিগগিরই জানানো হবে।’’

হাঙ্গামা/ধ্রুব
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url