Kayla Braxton : ‘‘আমি ধর্ষণের ফসল’’

Kayla Braxton : ‘‘আমি ধর্ষণের ফসল’’
Kayla Braxton : ‘‘আমি ধর্ষণের ফসল’’

‘‘আমি ধর্ষণের ফসল’’


দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে আইনগতভাবে গর্ভপাত বিষয়টি বৈধ ছিলো। কিন্তু সম্প্রতিকালে গর্ভপাতের সাংবিধানিক আইনটি বাতিল করেছেন দেশটির প্রশাসন। এতে অনেকের মতোই চটেছেন জনপ্রিয় মার্কিন সঞ্চালিকা কায়লা ব্রাক্সটন। ৩১ বছর বয়সী এই উপস্থাপিকা এই আইন বাতিল হওয়ার কঠোর বিরোধীতাও করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের গর্ভপাতের সাংবিধানিক আইন বাতিল হওয়ার বিরোধীতা করে সঞ্চালিকা কায়লা ব্রাক্সটন সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন। মাইক্রোব্লগিং সাইট টুইটারে করা সে পোস্টে তিনি লেখেন, ‘‘আমি ধর্ষণের ফসল। আমার মাকে এক অজ্ঞাত ব্যক্তি ধর্ষণ করে। আজ পর্যন্ত আমার বাবার পরিচয় আমি জানতে পারিনি। আমার মা আমাকে জন্ম দিয়েছিলেন কারণ এটা তার ইচ্ছা ছিল, এটা নয় যে রাষ্ট্র তাকে বাধ্য করেছিল।’’


তিনি আরো লেখেন, ‘‘সন্তানের জন্ম দেওয়া বা না দেওয়া সম্পূর্ণ সেই নারীর অধিকার। যে সন্তানকে গর্ভে ধারণ করে। কোনো আইন করে তা চাপিয়ে দেওয়া ঠিক না। সন্তানের জন্ম দেওয়া একজন মায়ের স্বাস্থ্য ও প্রাণের সঙ্গে জড়িত। তাই সন্তানের জন্ম দেওয়া বা না দেওয়ার অধিকার মায়েরই থাকা উচিত। কোনো আইনের নয়, কোনো সরকারের নয়।’’

আমেরিকার খেলাদুলার জগতে অনন্য পরিচিত নাম কায়লা ব্রাক্সটন। তিনি হলিউডের কয়েকটি সিনেমায় অভিনয় করলেও তেমন সাড়া ফেলতে পারেননি। তবে উপস্থাপনা ও সঞ্চালনায় তৈরি করেছেন আকাশচুম্বি জনপ্রিয়তা। কায়লা স্থানিয় জনপ্রিয় খেলা রেসলিংয়ের ডাব্লিউ ডাব্লিউ ই সঞ্চালনা করেন।

হাঙ্গামা/এঞ্জেল
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url