Best Song 2022 : বছর মাতিয়েছে যে গান
![]() |
বছর মাতিয়েছে যে গান |
সালতামামি ২০২২
বছর মাতিয়েছে যে গান
একটা সময় ছিলো যখন শ্রোতারা মাসের পর মাস অপেক্ষা করতো গানের অ্যালবামের জন্য। সে প্রথা বিলুপ্ত হয়ে গেছে অনেক আগেই। এখন চলছে একক গানের দিনকাল। তাও ভিডিওচিত্রসহ। প্রতিদিনই অসংখ্য গান মুক্তি দেয়া হচ্ছে। এরমধ্যে দু-একটি বাদে সবই ভিডিও চিত্র আকারে। গেলো বছরেও এর ব্যতিক্রম হয়নি। তবে মুক্তি পাওয়া বেশিরভাগ গানই সাড়া ফেলতে পারেনি। এক কথায় বলতে গেলে গানের বাজার মন্দা দিয়েই কেটেছে ২০২২।
এই বছরটিতে সিনেমার অবস্থা কিছুটা উন্নত হলেও, একপ্রকার থমকে আছে সংগীতাঙ্গন। তবে এরমধ্যে হাতেগোনা কয়েকটি গানই মাতিয়েছে পুরো বছর। সেগুলোর বেশিরভাগই আবার সিনেমার গান। এমনই কিছু বছর মাতানো গান নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন।
সাদা সাদা কালা কালা
২০২২ সালের আলোচিত সিনেমা ‘হাওয়া’। মেজবাউর রহমান সুমন পরিচালিত এ সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি দেশের গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গেও পেয়েছে জনপ্রিয়তা। গানটি গেয়েছেন এরফান মৃধা শিবলু। গীতিকার ও সুরকার হাশিম মাহমুদ। সংগীতায়োজনে ইমন চৌধুরী।
Shada Shada Kala Kala | সাদা সাদা কালা কালা | Hawa Film Song | Film by Mejbaur Rahman Sumon | 2022
চল নিরালায়
গেলো বছরের আরেক আলোচিত সিনেমা ছিলো ‘পরাণ’। যা এবছরেও দেশের বিভিন্ন সিনেমা হলে চলছে। রায়হান রাফি নির্মিত এই চলচ্চিত্রের ‘চল নিরালায়’ শিরোনামের গানটি মোটামুটি জনপ্রিয়তা পেয়েছে। গানটির গীতিকার জনি হক, সুর ও সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার ও আতিয়া আনিসা। গানটি শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
Cholo Niralai | Poran | Bidya Sinha Mim | Sariful Razz | Raihan Rafi | Ayon Chaklader | Atiya Anisha
আই লাভ ইউ (জেমস)
২০২২ সালের বড় চমক ছিলো নগরবাউল জেমসের নতুন গান। এক যুগ পর নিজের নতুন গান নিয়ে হাজির হন তিনি। ‘আই লাভ ইউ’ শিরোনামের গানটি গাওয়ার পাশাপাশি লিখেছেন ও সুর করেছেন জেমস নিজেই। গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। এতে জেমস নিজেই পারফর্ম করেছেন। গানটি প্রকাশের আগে সবাই যেভাবে আশায় বুক বেধেছিলেন, তার প্রতিফলন দেখা যায়নি মুক্তির পরে। বলতে গেলে জেমসের আই লাভ ইউ শ্রোতাদেরকে নিরাশই করেছে।
James || New Song || "I Love You"
ব্যবসার পরিস্থিতি
এই বছরটিতে আলোচনায় এসেছিলো ‘ব্যবসার পরিস্থিতি’ নামের একটি গান। যার কথা লিখেছেন গিতীকার আলী হাসান। ব্যবসার নানারকম সমস্যাকে তুলে ধরে লেখা হয়েছে গানের কথা। এটি গেয়েছেন গিতীকার নিজেই। এর আগে তাকে কেউ না চিনলেও গানটি গেয়েই তিনি চলে আসেন লাইম লাইটে। গানটি সাধারণ শ্রোতাদের মাঝে জনপ্রিয়তা পেয়েছে।
Bebshar Poristhiti, ব্যবসার পরিস্থিতি | Aly Hasan | Rap Song 2022 | Official Bangla Music Video 2022
ট্যাকা পাখি
‘দুই দিনের দুনিয়া’ চলচ্চিত্রের একটি গানের শিরোনাম ‘ট্যাকা পাখি’। গানটি গেয়ে আলোচনায় ছিলেন মাশা ইসলাম। অনম বিশ্বাসের লেখা গানটির সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী।
Teka Pakhi - Lyrical Video | Dui Diner Duniya | Chorki Original Film | Emon | Masha | Anam
অন্তরেতে দাগ লাগাইয়া
সুলতানা ইয়াসমিন লায়লার কণ্ঠে ‘অন্তরেতে দাগ লাগাইয়া’ গানের ভিউ তিন কোটি ছাড়িয়েছে। কথা লিখেছেন মাহমুদ মুরাদ, সুর করেছেন টিপু সুলতান ও আকাশ মাহমুদ।
অন্তরেতে দাগ লাগাইয়া রে | Onterete Dag Lagaiya Re | Bondhu Amar Roila Na | Laila | Akash Mahmud
এছাড়াও গেলো বছরের আলোচিত গানের তালিকায় রয়েছে- বেলাল খান ও মমতাজের ‘বাপের বড় পোলা’ , মোহাম্মদ মিলন-কোনালের দ্বৈত গান ‘পাই না তোকে’, পার্থ বড়ুয়া-নিশিতা বড়ুয়ার ‘ফেট ফুরেদ্দে তোয়াল্যাই’, হাবিব ওয়াহিদ-মুজার ‘বেণি খুলে’।
হাঙ্গামা/ধ্রুব