Actress Accepts Prostitution : অভিনয়ের আড়ালে দেহব্যবসা করেন এই অভিনেত্রীরা!
![]() |
Actress Accepts Prostitution : অভিনয়ের আড়ালে দেহব্যবসা করেন এই অভিনেত্রীরা! |
অভিনয়ের আড়ালে দেহব্যবসা করেন এই অভিনেত্রীরা!
শো-বিজ দুনিয়ার আলো ঝলমলে চাক-চিক্যে মাথা ঘুরে যায় সবারই। লাল-নিল আলোর ঝলকানি, নায়ক নায়িকাদের নিখুঁত চেহারা, ক্যামেরার ফ্লাশ লাইটের চমক, অসংখ্য ফ্যান ফলোয়ার, কাঁড়ি কাঁড়ি টাকা এসব দেখে অনেকেই এই মাধ্যমকে স্বর্গরাজ্য বলেই মনে করেন। কিন্তু তারা জানেন না এর ভেতরেও রয়েছে অন্ধকার। অনেকে সেই অন্ধকারকে আলো ভেবে ভাসিয়ে দেন নিজেকে। তাদেরকে একসময় আর খুজে পাওয়া যায়না। কারন তারা যেটাকে আলো ভেবে গা ভাসিয়েছেন, সেই অন্ধকার তাদের ডুবিয়ে দিয়েছে।
আমাদের আজকের প্রতিবেদনে এমনই কিছু অভিনেত্রীদের নিয়ে কথা বলবো, যারা সিনেমা পাড়ায় পা দিয়েই জড়িয়েছেন দেহব্যবসায়। আর সেই পতিতাবৃত্তিই তাদের জীবনে কাল হয়ে দাড়িয়েছে।
শ্বেতা বসু প্রসাদ : মাত্র ১১ বছর বয়সে বিশাল ভরদ্বাজের ‘মাকড়ি’ সিনেমাতে অভিনয় করেছিলেন শ্বেতা। শিশু অভিনেত্রী হিসেবে তিনি জাতীয় পুরস্কারও পেয়েছিলেন। কিন্তু ২০১৪ সালে হায়দ্রাবাদের বাঞ্জারা হিলসের একটি হোটেলে তিনি পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়েছিলেন। শ্বেতা পরে জানিয়েছিলেন অভাবের তাড়নায় তাকে এই পেশা বেছে নিতে হয়েছিল।
শার্লিন চোপড়া : শার্লিন হলেন ভারতের বি গ্রেড ছবির অভিনেত্রী। মডেল হিসেবে তার বেশ পরিচিতি রয়েছে। শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি ছবিতেও নাকি তিনি অভিনয় করেছেন। তিনি তামিল, তেলেগু এবং বলিউড ছবিতে অভিনয় করেছেন। শার্লিন স্বীকার করেছিলেন তিনি একসময় পতিতাবৃত্তি করেছেন। কিন্তু এখন তিনি এসব করেন না।
শ্রী দিব্যা : ইনিও তামিল এবং তেলেগু ইন্ডাস্ট্রির একজন বেশ সুপরিচিত অভিনেত্রী ছিলেন। কিন্তু অভিনয়ের পাশাপাশি দেহ ব্যবসা ছিল তার আরেকটি উপার্জনের মাধ্যম। ২০১৪ সালে সেপ্টেম্বর মাসে পুলিশের অভিযানে চক্র সমেত ধরা পড়েন দিব্য।
সায়রা বানু : তেলেগু সিনেমার নামকরা অভিনেত্রী ছিলেন সায়রা বানু। ২০১০ সালে তাকেও একই অপরাধে গ্রেফতার করেছিল পুলিশ। কুন্দানবাগ এলাকায় অভিযান চালিয়ে অভিনেত্রীকে হাতেনাতে গ্রেফতার করে হায়দ্রাবাদ পুলিশ। তার সঙ্গে জ্যোতি নামের আরেক অভিনেত্রীও গ্রেফতার হয়েছিলেন।
কিন্নেরা : পতিতাবৃত্তি সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ আটক করে তেলেগু অভিনেত্রী কিন্নেরাকে। তিনি একাধিক টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছিলেন। কিন্তু দেহ ব্যবসা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে তার নাম ডুবে যায়। তিনি একথা স্বীকারও করেছিলেন।
ভুবনেশ্বরী : দক্ষিণের একজন নামি অভিনেত্রী ছিলেন ভুবনেশ্বরী। সিনেমার পাশাপাশি তিনি বেশ কিছু টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছিলেন। ২০০৯ সালে দেহ ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্রের সঙ্গে ভুবনেশ্বরীকেও আটক করেছিল চেন্নাই পুলিশ। তবে তার আগেও একাধিকবার একই অপরাধে আটক হয়েছিলেন তিনি। কিন্তু রাজনীতিবিদদের সঙ্গে সম্পর্ক থাকার কারণে প্রত্যেকবার আইনের ফাক গলে তিনি বেরিয়ে যেতেন।
আইস আনসারী : এই তামিল অভিনেত্রীকেও একই অপরাধে হাতেনাতে ধরেছিল পুলিশ। তিনিও পতিতাবৃত্তিতে নাম লিখিয়েছিলেন। ২০১৩ সালে যোধপুর পুলিশের হাতে আটক হয়েছিলেন আইস।
হাঙ্গামা/প্রিয়াঙ্কা