ফিরে দেখা ২০২২: এটা তাদের বিয়ের বছর
![]() |
ফিরে দেখা ২০২২: এটা তাদের বিয়ের বছর |
ফিরে দেখা ২০২২: এটা তাদের বিয়ের বছর
ইতোমধ্যেই শেষ হয়ে গেলো ২০২২। পাওয়া-না পাওয়ার এই বছরে ঘটে গেছে নানা ঘটনা। এরমধ্যে বিনোদন জগতের একঝাঁক তারকা শুরু করেছেন দাম্পত্য জীবন। এই বছরটি ছিলো তাদের বিয়ের বছর। ফেলে আসা এ বছরে যে তারকারা বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন, তাদের মধ্যে কয়েকজন তারকাকে নিয়েই তৈরি করা হলো এই প্রতিবেদন।
২০২২ সালের অন্যতম আলোচিত সমালোচিত খবর হচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীর বিয়ের খবর। যদিও তারা এ বছরে বিয়ে করেননি, তবে তাদের গোপন বিয়ে ও সন্তান জন্ম দেয়ার খবর এই বছরেই সামনে এসেছে। বাচ্চা ও বিয়ের খবর প্রকাশ্যে এনেছিলেন বুবলী নিজেই। তিনি জানিয়েছেন, ২০১৮ সালের ২০ জুলাই তারা গোপনে বিয়ে করেন। এরপর ২০২০ সালের ২১ মার্চ তাদের ঘরে জন্ম নেয় পুত্র সন্তান বীর। শোনা গেছে, এই তারকা দম্পত্তির মধ্যে নাকি বিচ্ছেদও হয়ে গেছে।
পরীমনি - শরিফুল রাজ
ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা জুটি শরিফুল রাজ ও পরীমণি। ব্যক্তিগত জীবনের নানা ঘাত-প্রতিঘাতের মাঝে ২০২১ সালের ১৭ অক্টোবর ভালোবেসে গোপনে বিয়ে করেন তারা। এরপর পরী অন্তঃস্বত্ত্বা হয়ে বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আনেন। পরবর্তীতে পারিবারিকভাবে ২০২২ সালের ২১ জানুয়ারি রাতে হলুদসন্ধ্যা ও ২২ জানুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন। এরমধ্যেই তাদের সংসারে রাজ্য নামে একটি পুত্রসন্তানও জন্ম নিয়েছে।
২০২২ সালে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। ২৭ মে আশফাকুর রহমান রবিনের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
বিদ্যা সিনহা মিম - সনি পোদ্দার
গেল বছরের শুরুতেই বিয়ের সংবাদ দেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তিনি বিনোদন জগতের মানুষ হলেও তার স্বামী একজন বেসরকারি ব্যাংক কর্মকর্তা। তার নাম সনি পোদ্দার। দুজনে দীর্ঘদিন গোপনে প্রেমের পর ২০২২ সালের ৪ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন।
জিয়াউল হক পলাশ - নাফিসা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও পরিচালক জিয়াউল হক পলাশ। বছরের শেষ দিকে এসে ১৬ ডিসেম্বর নিজের বিয়ের খবর দেন তিনি। তার স্ত্রীর নাম নাফিসা রুম্মান মেহনাজ। পলাশ বিনোদন মাধ্যমের হলেও তার স্ত্রী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন অনুষদে স্নাতক সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করছেন তিনি। বর্তমানে বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন মেহনাজ।
প্রীতম হাসান - শেহতাজ মুনিরা হাশেম
ছোটপর্দার জনপ্রিয় জুটি গায়ক-অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম। তারা এ বছরের ২৮ অক্টোবর বিয়ে করেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তাদের বিয়ের অনুষ্ঠানে পরিবার ছাড়াও কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী এসআই টুটুল। তিনিও এ বছরের জুলাইয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। টুটুল ভালোবেসে বিয়ে করেন আমেরিকাপ্রবাসী উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়াকে। তার এই বিয়ের মাধ্যমেই জানা যায়, তার প্রথম স্ত্রী অভিনেত্রী তানিয়ার সঙ্গে বছরখানেক আগেই বিচ্ছেদ টেনেছেন তিনি।
২০২২ সালে শুরুতে বিয়ে করে সবাইকে চমকে দেন ছোটপর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। এটি তার তৃতীয় বিয়ে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সৈয়দ প্রিন্স আসকারের সঙ্গে বাগদান সারেন তিনি। সে অনুযায়ী ২ ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে তিশার তৃতীয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ছোটপর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। এ বছর দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসেন তিনি। পাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ার বি আহমেদ রুহী। ২ ফেব্রুয়ারি পরিবারের সদস্যদের উপস্থিতিতেই তাদের বিয়ে সম্পন্ন হয়।
জারিন তাসনিম নাওমি - তানজির
২০২২ সালের ২৩ সেপ্টেম্বর বিয়ে করেন সংগীতশিল্পী জারিন তাসনিম নাওমি। বরের নাম তানজীর সিদ্দিকী। তিনি বাংলাদেশ থেকে চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সম্পন্ন করে বর্তমানে কানাডার একটি প্রতিষ্ঠানে কর্মরত।
হাঙ্গামা/ধ্রুব