Priyanka Chopra : ভরা স্টেজে পোশাক খুলে গেলো প্রিয়াঙ্কার
![]() |
ভরা স্টেজে পোশাক খুলে গেলো প্রিয়াঙ্কার |
ভরা স্টেজে পোশাক খুলে গেলো প্রিয়াঙ্কার
ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডে একের পর এক হিট ছবি উপহার দিয়ে অভিনয় দক্ষতায় জায়গা করে নিয়েছেন হলিউডেও। এছাড়া মার্কিন পপ সংগীত তারকা নিক জোনাসকে বিয়ে করার পর থেকে আমেরিকাতেই বেশি থাকছেন তিনি। ‘দেশি গার্ল’খ্যাত প্রিয়াঙ্কাকে বিয়ে করে নিক জোনাসও পেয়েছেন ভারতের ‘ন্যাশনাল জিজু’ অর্থাৎ জাতীয় দুলাভাইয়ের উপাধি।
প্রিয়াঙ্কা ও নিক বিয়ের পর থেকে প্রায় সময়ই খুল্লামখুল্লা হয়ে হাজির হয়েছেন ক্যামেরায় সামনে। তাদের রোমান্সও অনেক খোলামেলাভাবে তারা প্রদর্শন করে আসছেন। শুধু ভারতে বসেই নয়, সুদূর হলিউডের মাটিতেও তারা একে অপরের ঠোঁটে ঠোঁট রেখে ক্যামেরাবন্দী হয়েছেন বহুবার। তারা মূলত নিকের স্থানীয় সংস্কৃতিকেই ধারণ করছেন বলে অনেকের ধারণা। আর তাই লজ্জা শরমের মাথা খেয়ে যেখানে সেখানে এই দুই তারকা খোলামেলা চুমু খাচ্ছেন। আর সে দৃশ্যও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যাচ্ছে নেট দুনিয়ায়। সামাজিক মাধ্যমেও উঠছে সমালোচনার ঝর। আর গণমাধ্যমগুলোতেও প্রিয়াঙ্কা নিক স্টোরি মানেই যেনো জমজমাট প্রতিবেদন।
সত্যি বলতে একেবারে উজার করে দেয়া প্রেমে বিশ্বাসী নিক-প্রিয়াঙ্কা জুটি। নিকের সঙ্গে প্রেম প্রকাশ্যে আসার পর থেকে রোমান্স করতে আর নেকামি করেন না প্রিয়াঙ্কা। যেখানে সেখানেই স্বামীকে নির্দিধায় আদর করে বসেন বলিউডের এই অভিনেত্রী। অপরদিকে নিকও ক্যামেরার সামনে নিজের বউকে আদর করতে পিছপা হননা। অনেক নেটিজেন অবশ্য তাদের এই প্রেম প্রদর্শনের বিষয়টিকে শো অফ বলেই আখ্যায়িত করেছেন।
বিটাউনে যদিও তাদেরকে অন্য নজরে দেখা হয়। এই টাউনের বাসিন্দারা তাদের যত্রতত্র আদরকে পোষাকি ভাষায় ‘ফেভিকল চুমু’ বলেই ডাকেন। এই দুই তারকাও ঠোঁটে ঠোঁট রাখার ছবি-ভিডিও কদিন পর পরই ভাইরাল হয় নেট মাধ্যমে। মাঝেমধ্যে এসব নিয়ে তাদের পরিবার অবশ্য বিব্রতকর পরিস্থিতিতেও পড়েন। সম্প্রতি প্রিয়াঙ্কার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে বিব্রতকর মুহূর্তের শিকার হতে দেখা গেছে খোদ প্রিয়াঙ্কাকেই।
কিছুদিন আগে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তার পরনে ছিলো আঁটোসাঁটো একটি ওয়ান পিস ড্রেস। এই পোশাকে তাকে অনেক আবেদনময়ী লাগছিলো। কিন্তু ঐ অনুষ্ঠানের মঞ্চে উঠেই পোশাক বিভ্রাটের শিকার হন তিনি। কালো থাই হাই কাট পোশাকে প্রিয়াঙ্কা শুরুতে সাবলিলই ছিলেন। কিন্তু একটু বাদেই সামনের দিকের ফিতে খুলে যাওয়ায় তার বিশেষ অঙ্গ চলে আসে ক্যামেরার সামনে। তার এমন বিব্রতকর মুহূর্তের ভিডিও ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে পরে দ্রুতই।
জানা গেছে এই ছবি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পর নিক জোনাসের সঙ্গে মনোমালিন্য শুরু হয়ে প্রিয়াঙ্কার। অপরদিকে নেট মাধ্যমে তার সকল কর্মকান্ড নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষন।
হাঙ্গামা/অভিজিৎ