Pori Moni : রাজের বাসা থেকে বেরিয়ে গেলেন পরীমণি
![]() |
রাজের বাসা থেকে বেরিয়ে গেলেন পরীমণি |
111111111111
রাজের বাসা থেকে বেরিয়ে গেলেন পরীমণি
ঢালিউডের বর্তমান সময়ের সবচেয়ে সুন্দরী ও আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তিগত জীবনের নানা ঘাত-প্রতিঘাতের মাঝে গত বছর (১৭ অক্টোবর) ভালোবেসে হাত ধরেছিলেন উঠতি অভিনেতা শরিফুল রাজের। ৭ দিনের প্রেমের পর গোপনে বিয়ে করেন তারা। এরমধ্যেই পরীর কোল আলো করে এসেছে তাদের পুত্রসন্তান রাজ্য। কিন্তু বছর পেরোতেই ভেঙ্গে গেলো রাজ-পরীর 'সুখের' সংসার।
৩১ ডিসেম্বর (শুক্রবার দিবাগত রাতে) নিজের ব্যক্তিগত ফেসবুক একাউন্টে একটি পোস্ট করেন পরীমণি। সে পোস্টেই জানিয়েছেন তাদের বিচ্ছেদের কথা। এদিন ১২টা ৪০ মিনিটে করা সেই পোস্টে পরী লিখেছেন, “হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।”
পোস্টের শেষে তিনি যোগ করেছেন, “জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নাই।”
বিভিন্ন সূত্রে জানা গেছে, সামাজিক মাধ্যমে বিচ্ছেদের পোস্ট দেওয়ার আগেই রাত সাড়ে ৮টার দিকে সন্তান রাজ্যকে নিয়ে রাজের বাসা থেকে বের হয়ে গেছেন পরোমণি। এ বিষয়টি সংবাদমাধ্যমকেও নিশ্চিত করেছেন তিনি।
পরী সংবাদমাধ্যমে বলেন, “এখনো আমাদের বিচ্ছেদ হয়নি। তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শিগগির বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব।”
আলাদা হয়ে যাওয়ারর বিষয়ে পরী বলেন, “বেশ কিছুদিন ধরেই আমাদের সমস্যা হচ্ছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, পারলাম না। তার আচার-আচরণে একসঙ্গে থাকার পরিস্থিতি নাই। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। আমার মনমানসিকতা এখন ভালো নাই, এর বেশি আর কিছু বলতে পারছি না।”
তবে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত অভিনেতা শরিফুল রাজের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, কিছুদিন আগে রাজের সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিমকে নিয়ে রাজের সাথে দ্বন্দ্ব তৈরি হয় পরীমনির। সেসময়ও ফেসবুকে পোস্ট দিয়ে এ খবর জানিয়ে ছিলেন ঢালিউড প্রিতীলতা।
হাঙ্গামা/ধ্রুব