Pori Moni : ভাঙলো রাজ পরীর সংসার!

ভাঙলো রাজ পরীর সংসার!
ভাঙলো রাজ পরীর সংসার!

ভাঙলো রাজ পরীর সংসার!


বিয়ের এক বছর না ঘুরতেই ভেঙে গেল পরীমনি ও শরিফুল রাজের সংসার? ৩০ ডিসেম্বর (শুক্রবার) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ফেসবুকে ব্যাক্তিগত একাউন্ট থেকে দেয়া এক স্ট্যাটাসে সেই প্রশ্নই যেন ছুঁড়ে দিলেন নায়িকা পরী৷ তার স্ট্যাটাসে তিনি আভাস দিলেন, রাজকে ডিভোর্স দেয়ার৷ 

পরীমনি তার পোস্টে লেখেন, 'হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! 

আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।'


পরী আরও লিখেছেন, 'জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।'

তবে রাজকে ডিভোর্স দিয়েছেন কি না এ বিষয়ে খোলাসা করে কিছুই বলেননি পরীমনি।

চলতি বছরই প্রকাশ্যে আসে রাজ-পরীর বিয়ের খবর৷ এ বছরে পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন তারা৷ সেই পুত্রের নাম রেখেছেন তারা রাজ্য।

সম্প্রতি এক নায়িকার সঙ্গে পরকীয়ার সম্পর্ক নিয়ে ঝামেলা তৈরি হয় রাজ-পরীর। ধারণা করা হচ্ছে সেই ঝামেলার সূত্রেই রাজ-পরীর এই বিচ্ছেদ৷ 

হাঙ্গামা/ধ্রুব
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url