Namrata Malla : নম্রতার উষ্ণতায় নিয়ন্ত্রণ হারালেন ভক্তরা!
![]() |
Namrata Malla : নম্রতার উষ্ণতায় নিয়ন্ত্রণ হারালেন ভক্তরা! |
নম্রতার উষ্ণতায় নিয়ন্ত্রণ হারালেন ভক্তরা!
ভারতের ভোজপুরি সিনেমা ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেত্রী নম্রতা মাল্লা। বর্তমান সময়ের উষ্ণতার রাণী যেন তিনিই। আলাভোলা চরিত্রে যেমন দূর্দান্ত অভিনয় করেন, তেমনি খোলামেলা সাহসী দৃশ্যেও তার সাথে কারও তুলনা হয়না। আর নাচের কথা বলতে গেলে নম্রতা মানেই ড্যান্সকা যাওয়ানি। প্রায় অনুষ্ঠানেই তাকে দেখা যায় সাহসী নাচে মঞ্চ কাঁপাতে।
শোবিজ অঙ্গনের তারকাদের প্রতি মুহূর্তই থাকে তাদের ভক্তদের নজরে। পেশাগত জীবন বাদেও তাদের ব্যাক্তিগত জীবনে কোন তারকা কখন কি করছেন, কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন সবই থাকে ভক্ত অনুরাগিদের নখ দর্পনে। অবশ্য ভক্তদের কথা মাথায় রেখে তারকারাও সামাজিক মাধ্যমে তাদের ব্যক্তিগত ইভেন্টের বিভিন্ন মুহূর্তকে তুলে ধরেন। নম্রতা মাল্লারও তাদের ব্যতিক্রম নন। তিনিও সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত সংযুক্ত থাকেন। প্রায়ই তার উষ্ণ আবেদনময়ি ভঙ্গিতে তোলা ছবি অথবা ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর তা দেখেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়েন ভক্তরা।
নম্রতা মাল্লা ইতোমধ্যেই বিভিন্ন সাহসী দৃশ্যে অভিনয় করে মন জয় করে নিয়েছেন দর্শকদের। আর তাই তার পরিচিতি ভোজপুরি ইন্ডাস্ট্রি ছাড়িয়ে পুরো ভারতে ছড়িয়ে পড়েছে। তিনি শুধু অভিনয় শিল্পীই নন, একজন নৃত্যশিল্পীও বটে। আর সে সুবাদেই বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চ মাতানোর দায়িত্ব এসে পড়ে তার কাঁধে।
মঞ্চ মাতানোর দাযিত্ব খুব নিপুণভাবেই পালন করেন নম্রতা। বিভিন্ন রঙ্গের ঘাগরা পরে খোলামেলা হয়ে ভোজপুরি জনপ্রিয় গানের সাথে নাচেন সাহসী নাচ। আর সে নাচে দৃশ্য ক্যামেরায় ধারণ করে তা পোস্ট করেন সামাজিক মাধ্যমে। যা দেখে নিয়ন্ত্রণ হারান নম্রতার ভক্ত অনুরাগীরা। যার প্রমান পাওয়া যায় সেসব ভিডিওর কমেন্ট বক্সে।
অবশ্য নম্রতার বেশিরভাগ ভিডিওই লজ্জা সীমা ছাড়ানো। অমন খোলামেলা পোশাকে হটবোম্ব এই অভিনেত্রীকে দেখলে রাতের ঘুম উড়ে যাবে যে কারোই। সম্প্রতি এই অভিনেত্রী ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। যা দেখে নেটিজেনরা মেতেছেন দুষ্টু আলাপে। ছবিটিও ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে।
ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা গেছে, একটি সোনালী রঙের লেহেঙ্গা পরেছেন নম্রতা। যেখানে তার টোনড বডি রয়েছে উন্মুক্ত। ডিপ কাট ব্লাউজে বক্ষ বিভাজিকা স্পষ্ট দেখা যায়। একটি ভিডিওতে দেখা গেছে তিনি ঐ পোশাকে ‘লাল ঘাগড়া’ গানে তুমুল নাচ করেছেন। তার অমন মাথা বিগড়ে দেয়া ভিডিওটি ৬ লাখেরও বেশি মানুষ লাইক করেছেন।
হাঙ্গামা/অভিজিৎ