Janhvi Kapoor : মায়ের নায়কদের নিয়ে মুখ খুললেন জাহ্নবী

Janhvi Kapoor : মায়ের নায়কদের নিয়ে মুখ খুললেন জাহ্নবী - Binodon News - Hungama 24
Janhvi Kapoor : মায়ের নায়কদের নিয়ে মুখ খুললেন জাহ্নবী

মায়ের নায়কদের নিয়ে মুখ খুললেন জাহ্নবী


ভারতের প্রথম নারী সুপারস্টার বলা হয় প্রয়াত বলি অভিনেত্রী শ্রীদেবীকে। তার মতো সুনাম ও এতো তারকাখ্যাতি এর আগে আর কেউ অর্জন করতে পারেনি। এমনকি এখন পর্যন্ত তার শীর্ষ জনপ্রিয়তাকে ছুতে পারেননি কোনো অভিনেত্রীই। যখন মায়ের কোলে বসে ফিডার টানার বয়স এই অভিনেত্রীর, তখনই তিনি এসেছেন অভিনয়ে। মাত্র চার বছর বয়সেই নাম লিখিয়েছেন শোবিজে। 


শ্রীদেবী মাত্র ১৩ বছর বয়সেই হয়েছেন নায়িকা। নায়িকা হিসেবে প্রথম সিনেমা দিয়েই বাজিমাৎ করেছিলেন। সে সিনেমায় তিনি অভিনয় করেছিলেন তার চেয়ে অধিকতর বয়স্ক এক নায়কের বিপরীতে। বলিপাড়ায় কথা আছে, শ্রীদেবী ১৩ বছর বয়সে যে নায়কের নায়িকা হয়েছিলেন, ২১ বছর বয়সে সেই নায়কের ছেলেরও নায়িকা হয়েছিলেন। যদিও বিষয়টি খুবই স্বাভাবিক। তবে সে তথ্যকে সম্পূর্ণ অস্বীকার করলেন তার মেয়ে বলি অভিনেত্রী জাহ্নবী কাপুর। তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘‘এ তথ্যটি একদমই মিথ্যা, এটি সত্য নয়।’’

সম্প্রতি ভারতের প্রথম সাড়ির একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হন জাহ্নবী। সেখানে আলাপকালে হাসতে হাসতেই এ তথ্যকে ভুল দাবি করেছেন তিনি। সাক্ষাৎকারে তরুণ এই অভিনেত্রী বলেন, ‘‘১৩ বছর বয়সে যে নায়কের সঙ্গে অভিনয় করেছেন, আবার ২১ বছর বয়সে সেই নায়কের ছেলের নায়িকা হয়েছেন! এটি খুবই ভুল একটি তথ্য। কিন্তু ওই সময়ে পরিস্থিতি এমনই ছিল।’’


শ্রীদেবী ১৩ বছর বয়সে তার প্রথম নায়িকা হিসেবে অভিনীত সিনেমায় যে নিজের থেকে অনেক বেশি বয়স্ক একজন নায়কের সাথে জুটি বেধেছিলেন সে কথা অস্বীকার করেননি জাহ্নবী। মায়ের মতো সে এখনো সে পথে হাঁটেননি। তবে এ বিষয়ে তার নিজেরও আগ্রহ আছে। সে প্রসঙ্গে তিনি বলেন, ‘‘যদি বাস্তব জীবনে এটা ঘটে এবং তা আমি পূর্ণ সম্মতিতে গ্রহণ করবো। তাহলে বুঝতে হবে শিল্প জীবনকে অনুকরণ করে আর জীবন শিল্পকে। এখানে অনেক মেধাবী অভিনেতা রয়েছেন, যাদের সঙ্গে আমি কাজ করতে চাই; যদিও তারা আমার চেয়ে বয়সে অনেক বড়।’’

জাহ্নবী কাপুরের মতো তার মা শ্রীদেবীর জন্ম ও বেড়ে ওঠা তামিলনাড়ুতে। তার আসল নাম শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপ্পান। জাহ্নবীর মতে, তিনি বাবা বনি কাপুরের বংশের চেয়ে মায়ের বংশ দ্বারাই বেশি প্রভাবিত। তিনি বলেন, ‘‘সেই পরিবেশে (তামিলনাড়ু) স্বাচ্ছন্দ্য এবং বেশি নিরাপত্তা অনুভব করি। যে মুহূর্তে আমি কোনো দক্ষিণ ভারতের মানুষের দেখা পাই, তার ভাষায় সেই উচ্চারণ পাই, তখন আমার মনে হয়, এই মানুষটা আমার অনেক প্রিয়, আমার বেস্ট ফ্রেন্ড।’’

জাহ্নবী প্রথম বলিউডে পা রাখেন ২০১৮ সালে। তার প্রথম অভিনিত সিনেমার নাম ‘ধড়ক’। মায়ের মতো প্রথম সিনেমায়ই বাজিমাৎ করেন তিনি। এরপর একে এক ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। বর্তমানে তার হাতেও রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। এ তালিকায়— ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ও ‘বাওয়াল’ অন্যতম।

হাঙ্গামা/অভিজিৎ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url