Janhvi Kapoor : ফ্যাশন করতে গিয়ে পোশাক বিভ্রাট; পড়লেন বিপাকে!

Janhvi Kapoor : ফ্যাশন করতে গিয়ে পোশাক বিভ্রাট; পড়লেন বিপাকে! Binodon News
Janhvi Kapoor : ফ্যাশন করতে গিয়ে পোশাক বিভ্রাট; পড়লেন বিপাকে!

ফ্যাশন করতে গিয়ে পোশাক বিভ্রাট; পড়লেন বিপাকে!


ভারতীয় চলচ্চিত্রের তরুণদের মধ্যে অন্যতম তারকা অভিনেত্রী জাহ্নবী কাপুর। ক্যারিয়ারের শুরুতে যদিও তার পরিচয় দিতে তার মেগাস্টার মা শ্রিদেবীর নাম নিতে হতো, তবে এখন আর সেটা প্রয়োজন হয়না। কারণ অভিনয় দক্ষতায় এরমধ্যেই নিজের জায়গাটা পোক্ত করে ফেলেছেন খুব ভালোভাবেই। শুধু দর্শকই নয়, ক্রিটিকদেরও মন জয় করে ফেলেছেন তিনি। 

সময়ের সাথে সাথে যেমনি পেয়েছেন জনপ্রিয়তা তেমনি কাজ করে যাচ্ছেন বিগ বাজেটের গুরুত্বপূর্ণ চলচ্চিত্রেও। তাকে নিয়ে আলোচনা সমালোচনাও কম নেই। বছর জুড়েই আলোচনায় থাকেন জাহ্নবী। তবে তা তার পেশাগত কাজের থেকে খোলামেলা পোশাক ও ব্যাক্তিগত জীবন নিয়েই বেশি হয়ে থাকে। স্বল্প পোশাকে নিজেকে নিয়মিত উপস্থাপন, একাধিক সম্পর্ক ও ব্যাক্তিগত জীবনাচার নিয়ে নিয়মিত চর্চায় থাকেন তিনি। 


বিশেষ করে এই অভিনেত্রীর খোলামেলা পোশাকই চর্চার অন্যতম কারণ। অনেকেই ড্রেসিং সেন্সর জন্য তাকে নিন্দে পর্যন্ত করেন। তবে এসব কোনো কথায় গায়ে মাখেন না জাহ্নবী। বরং নিজের পছন্দ মতো খেয়াল খুশি অনুযায়ী পোশাক পরেন তিনি। এমনকি বড় বড় অনুষ্ঠানের মঞ্চেও সেই পোশাকে হাজির হন এই স্টার কিড। অনেক অনুষ্ঠানেই তাকে এমন পোশাক পরে উপস্থিত হতে দেখা গেছে, যেখানে তার শরীরের অনেক অংশই খোলামেলা দেখা গেছে। এ কারণে বেশ কয়েকবার বিপাকেও পড়তে দেখা গেছে তাকে।

মাস খানেক আগে একটি অনুষ্ঠানের মঞ্চে ব্যাকলেস স্কাই ব্লু রঙের একটি ড্রেস পরে হাজির হয়েছিলেন শ্রীদেবী কন্যা। যাতে তার শরীরের বিশেষ অংশগুলোও দেখা যাচ্ছিল। এমন পোশাকে দেখে অনেকেই তাকে ভারতের কিম কার্দাশিয়ান বলে আখ্যায়িত করেছেন।


কিছুদিন আগে শ্রীদেবী কন্যা একটি ব্যাকলেস স্কাই ব্লু রঙের একটি ড্রেস পরেছিলেন, যাতে তার শরীরের অনেকটাই দেখা যাচ্ছিল। অভিনেত্রীর এই লুক দেখে অনেকেই তাকে ভারতের কিম কার্দাশিয়ান বলে দিয়েছিলেন। এছাড়াও বিকিনি পরেও বিভিন্ন সময়ে ফটোশুটে অংশ নেন তিনি। সেসব পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এসবের জন্যও তাকে শুনতে হয় নানান মন্তব্য।

এবার এক অনুষ্ঠানের মঞ্চে ফ্যাশনেবল একটি পোশাকে উপস্থিত হয়েছিলেন জাহ্নবী। সেখানে পারফর্ম করতে গিয়ে পোশাক বিভ্রাটের শিকার হন তিনি। এমন বিপকে এর আগেও পরেছিলেন অভিনেত্রী। কিন্তু তারপরও সতর্ক না হয়ে যত্রতত্র ছোট পোশাকেই উপস্থিত হন শ্রিদেবী কন্যা। 

কিছুদিন আগে তার কয়েকটি ছবি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। সেখানে একটি সাদা রঙের পোশাকে দেখা গেছে তাকে। সেই পোশাক খানিকটা লম্বা হওয়ায় হয়তো তিনি প্যান্ট পড়েননি। পারফর্ম করতে গিয়ে সে বিশেষ পোশাক উপরের দিকে উঠে যাওয়ায় বিপাকে পড়েছিলেন এই তরুণ অভিনেত্রী। এমন স্টাইল করতে গিয়ে অসংখ্যবার সমস্যায় পড়েছেন শ্রীদেবীর কন্যা। যার চিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেগুলোয় উপস মোমেন্ট এর শিকার হতে দেখা গেছে তাকে।

হাঙ্গামা/অভিজিৎ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url