Bachelor Point : বিয়ে করতে যাচ্ছেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুভ ও অন্তরা

Bachelor Point : বিয়ে করতে যাচ্ছেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুভ ও অন্তরা
বিয়ে করতে যাচ্ছেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুভ ও অন্তরা

বিয়ে করতে যাচ্ছেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুভ ও অন্তরা


বর্তমান সময়ের সর্বাধিক দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। পাঁচ বছর আগে শুরু হওয়া ইউটিউব ভিত্তিক এই ধারাবাহিকটি এখনো চলছে আরো বেশি জনপ্রিয়তা নিয়ে। নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত এ নাটকটির বর্তমানে চতুর্থ সিজন প্রদর্শিত হচ্ছে। দীর্ঘ এ ধারাবাহিকে শুরু থেকে যারা যুক্ত ছিলেন তাদের অনেকেই যুক্ত রয়েছেন বর্তমান সিজনেও।

প্রথম দুই সিজনে আরেফিন ও নেহাল চরিত্রে যথাক্রমে অভিনয় করেছিলেন শামিম হাসান সরকার ও তৌসিফ। পরবর্তী সিজনে রহস্যজনকভাবেই তাদের আর দেখা মেলেনি। এমনকি তখন এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত থাকা এফ এস নাইম, তানজিন তিশা, নাদিয়া মিমদের মতো অভিনয় শিল্পীরা যুক্ত থাকলেও তৃতীয় সিজন থেকে তাদেরকে আর পাওয়া যায়নি ‘ব্যাচেলর পয়েন্ট’র স্কৃনে।


তবে শুরু থেকে এখন পর্যন্ত সমানতালে দর্শকপ্রিয়তা ধরে রেখেছেন কাবিলা চরিত্রে অভিনয় করা জিয়াউল হক পলাশ ও শুভ চরিত্রে অভিনয় করা মিশু সাব্বির। তৃতীয় সিজনে এসে যুক্ত হয়েছিলেন অভিনেত্রী ফারিয়া শাহরিন। তিনি অন্তরা চরিত্রে রুপদান করেছেন। এবার জনপ্রিয় এই সিরিজের জনপ্রিয় এই অভিনেত্রী বসতে যাচ্ছেন বিয়ের পিড়িতে। জানা গেছে, তার বর হচ্ছেন মিশু সাব্বির।

মিশু ও ফারিয়া দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন। নানা বাধা-বিপত্তি পেড়িয়ে সেই সম্পর্ক এবার পূর্ণতা পেতে যাচ্ছে। খুব শিগ্রই বিয়ে করে ঘর বাধতে যাচ্ছেন তারা। তবে এ বিয়ে তারা বাস্তব জীবনে করছেন না। এমন ঘটনাই দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্বে। 


এই ধারাবাহিকের নির্মাতা কাজল আরেফিন অমি বরাবরই দর্শকের মতামতের গুরুত্ব দিয়ে আসছেন। এছাড়া তিনি বিভিন্ন সময় ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক নিয়ে দর্শকদের টুইস্ট দিয়ে থাকেন। এবার সেরকমই একটি টুইস্ট দিয়েছেন অমি। তিনি তার ফেসবুক পেজে জানিয়েছেন, ‘শুভ’ ও ‘অন্তরা’র বিয়ের খবর। তবে এই পর্ব কবে নাগাদ প্রচার করা হবে তা স্পষ্ট করেননি তিনি।

এর আগে গত ২৮ নভেম্বর ফেসবুক একটি টুইস্ট দিয়েছিলেন পরিচালক। তার ভেরিফাইড পেজে একটি ছবি পোস্ট করে জানিয়েছিলেন, ‘লগে আছি ডটকম’-এর এমডি মুসাফির সৈয়দ বাচ্চুকে গ্রেপ্তার করেছে প্রশাসন। ছবিটি পোস্ট করতেই মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে।

বহুলসংখ্যক ভিউ পাওয়া ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চতুর্থ সিজনে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, মুসাফির সৈয়দ বাচ্চু, সুমন পাটোয়ারি, শিমুল, পারসা ইভানা, আশুতোষ সুজন, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল প্রমুখ।

হাঙ্গামা/ধ্রুব
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url