Afran Nisho : ‘সুড়ঙ্গ’ দিয়ে বড়পর্দায় ঢুকছেন নিশো
![]() |
‘সুড়ঙ্গ’ দিয়ে বড়পর্দায় ঢুকছেন নিশো |
‘সুড়ঙ্গ’ দিয়ে বড়পর্দায় ঢুকছেন নিশো
টেলিভিশন মিডিয়ায় তুমুল জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। বেশ কয়েক বছর ধরেই ছোটপর্দায় রাজত্ব করছেন তিনি। ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক জনপ্রিয় নাটক উপহার দিয়ে আসছেন এই অভিনেতা। শুধু নাটকই নয় টেলিফিল্ম, ওয়েব সিরিজ কিংবা বিজ্ঞাপন; প্রতিটি ক্ষেত্রেই অর্জন করেছেন সফলতা।
তবে প্রতিভা সমৃদ্ধ এই অভিনেতাকে এখনো দেখা যায়নি বড় পর্দায়। এ নিয়ে তার ভক্তদের আক্ষেপ অনেকদিনের। তারা অনেকদিন ধরেই নিশোকে চলচ্চিত্রে দেখার ইচ্ছে প্রকাশ করে আসছেন। এবার নিশোভক্তদের সেই আকাঙ্খা পূরণ হতে চলেছে। বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন আফরান নিশো।
অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন নিশো। তবে এতোদিন তা শুধু গুঞ্জনেই সীমাবদ্ধ ছিলো। এবার সেই গুঞ্জনের বাস্তবায়ন হতে চলেছে। নিশো নাটকের নায়ক থেকে হতে যাচ্ছেন চিত্র নায়ক। ‘সুড়ঙ্গ’ দিয়ে বড়পর্দায় ঢুকছেন তিনি। এই ‘সুড়ঙ্গ’ মূলত সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী পরিচালিত নতুন সিনেমার নাম। যার মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছেন আফরান নিশো।
এ প্রসঙ্গে নিশো বলেন, ‘‘আমরা খুব ক্যাজুয়ালি কাজটার জন্য চুক্তিবদ্ধ হইনি। বিভিন্ন সেক্টরের কিছু মানুষ এক হয়েছি একটা ভালো কাজ করার জন্য। এর আগেও আমাদের মধ্যে বন্ধুত্ব ছিল, পরিচয় ছিল, কেউ কেউ একসঙ্গে কাজ করেছি আবার কেউ কোনো কাজ করিনি। বড় পর্দার জন্য আমার প্রথম চুক্তিবদ্ধ হওয়া। প্রথম অঙ্কটা মেলাতে চাই এভাবে—আমি, প্রথম আলফা আই, চরকি, রাফী, তমা সবাই একত্র হয়েছি বড় পর্দার জন্য।’’
আগামী ৩ ডিসেম্বর ঢাকার একটি ফাইভ স্টার হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিনেমাটির ঘোষণা দেয়ার কথা ছিল। কিন্তু কিছু সঙ্গত জটিলতার কারণে ঘোষণটি ১২ ডিসেম্বর দেয়া হবে বলে জানিয়েছেন সিনেমাটির সংশ্লিষ্টরা। জানা গেছে, ‘সুড়ঙ্গ’ নামের এই সিনেমায় আফরান নিশোর বিপরিতে নায়িকা হিসেবে দেখা যাবে তরুণ অভিনেত্রী তমা মির্জাকে। ওটিটি প্লাটফর্ম চরকি এবং আলফা আই মিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হবে এই সিনেমা।
বড় পর্দায় অভিনয়ের জন্য গত কয়েকমাস ধরেই প্রস্তুত হচ্ছিলেন নিশো। এ কারণে ছোট পর্দার কাজও অনেক কমিয়ে দিয়েছেন। ওটিটি প্লাটফর্মের জন্য টুকটাক কাজ করলেও বেশিরভাগ সময়ই ব্যয় করেছেন সিনেমার প্রস্তুতিতে। নির্মাতা সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝি সময়ে এই সিনেমার শুটিং শুরু হবে।
হাঙ্গামা/ধ্রুব