Zayed-Nipun : জায়েদ খান ও নিপুণের মিল!

জায়েদ খান ও নিপুণের মিল!
জায়েদ খান ও নিপুণের মিল!

জায়েদ খান ও নিপুণের মিল!


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গেল নির্বাচনের সময় থেকেই দ্বন্ধ চলছে সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তারের মধ্যে। ক্ষমতার চেয়ার নিয়ে কাদা ছোড়াছুড়ি কম করেননি তারা। এক পর্যায়ে দুজনই দ্বারস্থ হয়েছেন আদালতের। যা এখনো দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। আদালতের নির্দেশনা না আসায় দুজনার কেউই এখনো অফিসিয়ালি বসতে পারেননি সাধারণ সম্পাদকের চেয়ারে।

এই নির্বাচনকে কেন্দ্র করে তাদের মধ্যে তৈরি হয়েছে দা-কুমড়ো সম্পর্ক। কিন্তু অবাক করা বিষয় হলো সম্প্রতি তাদের মধ্যে অনেক বড় একটি মিল লক্ষ্য করা গেছে। এতে অবাক হয়েছেন নেটিজেনরা। তবে এমন মিল থাকাটা খুবই স্বাভাবিক ব্যাপার। 

এদিকে, মাত্র কয়েকদিন পরেই শুরু হবে কাতার বিশ্বকাপ ফুটবল। কাঙ্খিত এই আসরকে কেন্দ্র করে ইতোমধ্যেই বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দেখা যাচ্ছে আসন্ন ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। বেশিরভাগ সমর্থকদের বাড়িতেই টাঙ্গানো হচ্ছে পছন্দের দলের পতাকা। এমনকি পছন্দের দলের জার্সি গায়ে ছবি তুলে তা পোস্ট করছেন সামাজিক মাধ্যমে।

বিশের করে প্রতিবারের মতো এবারো আর্জেন্টিনা ও ব্রাজিল দল নিয়ে একটু বেশিই উত্তেজিত বাংলাদেশের ফুটবল ভক্তরা। এই দল দুটির ভক্ত-সমর্থকদের মধ্যে সাধারণ মানুষ থেকে শুরু করে রয়েছেন শোবিজ তারকারাও। আর সেখানেই মিল পাওয়া গেল নিপুণ আক্তার ও জায়েদের। তারা দুজনই ফুটবলের ক্ষেত্রে সমর্থন করেন একটি দলকে। জানা যায়, নিপুণ ও জায়েদ দুজনেই আর্জেন্টিনার সমর্থক। তার দুজনই বাল্যকাল থেকে ম্যারাডোনার প্রতি আকৃষ্ট।

এ বিষয়ে নিপুণ সংবাদমাধ্যমে বলেন, ‘‘মেসি শিরোপা পাক বা না পাক আমি সবসময় আর্জেন্টিনা দল সাপোর্ট করে যাব। আসলে ছোট থেকেই আমি আর্জেন্টিনা সমর্থন করে আসছি। আমি মেসির ভক্ত।’’ আর্জেন্টিনাকে সমর্থন করার কারণ হিসেবে তিনি আরোও বলেন, ‘‘ম্যারাডোনার কারণে। ছোটবেলা থেকেই ফুটবল মানে ম্যারাডোনাই দেখে আসছি। যে কারণে আর্জেন্টিনা ফ্যান আমি। সেখান থেকেই আর্জেন্টিনাকে ভালোলাগা।’’

অপরদিকে আরেকটি সাক্ষাৎকার অনুষ্ঠানে জায়েদ খান জানালেন তার আর্জেন্টিনা সমর্থন করার কারণ। তিনি বলেন, ‘‘ম্যারাডোনার প্রতি ভালোবাসা থেকেই আর্জেটিনার সাপোর্ট করি। আর্জেন্টিনা কাপ জিতলে সবচেয়ে বেশি খুশি হব আমি। আর্জেন্টিনা দলের জন্য অনেক অনেক শুভকামনা।’’

হাঙ্গামা/ধ্রুব
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url