Swastika Mukherjee : অন্তঃস্বত্ত্বা স্বস্তিকা; সন্তানের বাবা কে?
![]() |
Swastika Mukherjee : অন্তঃস্বত্ত্বা স্বস্তিকা; সন্তানের বাবা কে? |
অন্তঃস্বত্ত্বা স্বস্তিকা; সন্তানের বাবা কে?
টালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায়। বরাবরই বিভিন্ন কর্মকান্ডের কারনে থাকেন আলোচনায়। তার অভিনয় যেমনি মুগ্ধ করে দর্শকদের, তেমনি তার চিন্তা ধারাও ভক্তদের অনুপ্রেরণা জোগায়। নিজের কর্মকাণ্ড নিয়ে কোনো রাখ-ডাক না রেখেই খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। এতে তাকে অনেকে ঠোঁটকাটা বলেও আখ্যায়িত করেছেন।
গত সপ্তাহে বিয়ে করতে চেয়ে ‘পাত্র চাই’ শিরোনামে একটি পোস্ট করেন স্বস্তিকা। সামাজিক মাধ্যমে এমন বিজ্ঞাপন দিয়ে সমালোচিত হয়েছেন তিনি। সে প্রসঙ্গে বিতর্ক না কাটতেই এবার ফেসবুকে প্রকাশ করলেন নিজের ‘বেবি বাম্প’র ছবি। এতে যেন আগের বিতর্কের আগুনে ঘি পরলো।
বিয়ের মৌসুম চলছে টালিগঞ্জে। এর মধ্যে হঠাৎ করে সামাজিক মাধ্যমে বেবি বাম্পের ছবি পোস্ট করলেন স্বস্তিকা। যেখানে দেখা গেছে, আয়নার সামনে দাড়িয়ে তিনি মিরর সেলফি তুলেছেন। তার এমন ছবি প্রকাশ করায় সেই পোস্টে অনেকেই জানাচ্ছেন শুভেচ্ছা। আবার অনেকে প্রশ্ন তুলেছেন, এটা কি কোনো সিনেমার দৃশ্যের জন্য নাকি সত্যি সত্যি গর্ভবতী হয়েছেন স্বস্তিকা? পাশাপাশি প্রশ্ন উঠেছে, স্বস্তিকা যদি সত্যিই অন্তঃস্বত্ত্বা হয়ে থাকেন তাহলে এই সন্তানের বাবা কে?
এমন প্রশ্ন ওঠাটাও এই সমাজ ব্যবস্থায় অস্বাভাবিক নয়। কারণ স্বস্তিকার সংসার ভেঙ্গে গেছে অনেক আগেই। মাঝে নতুন সংসারের গুঞ্জন উঠলেও তার সত্যতা সম্পর্কে স্পষ্ট কিছুই বলেননি অভিনেত্রী। আর এ কারণেই তার ‘বেবি বাম্প’র ছবির কমেন্ট বক্সে নেটিজেনরা জিজ্ঞেস করছেন, ‘এই সন্তানের বাবা কে?’
এক নেটিজেন লিখেছেন, ‘এখন তো দেখছি মা হওয়ার হিড়িক লেগেছে। সোনম-আলিয়া-বিপাশার পর আপনিও! শুভেচ্ছা রইল।’ অন্যজনের মনে প্রশ্ন, ‘আমি তো জানতাম স্বস্তিকা ডিভোর্সি। কিছুই তো বুঝতে পারছি না।’ আরেক নারী ভক্ত লিখেছেন, ‘গর্ভবতী হতে সত্যিই কি বিয়ে করা জরুরী?’ এছাড়া অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন এই পোস্টে।
তবে কি সত্যি সত্যি মা হতে চলেছেন এই অভিনেত্রী? আসলে বিষয়টা সত্যি নয়। তার ‘বেবি বাম্প’র মূলত আসন্ন ওয়েব সিরিজ ‘কালা’র জন্য কৃত্রিমভাবে তৈরি করা। জানা গেছে এই সিরিজে ঊর্মিলা চরিত্রে অভিনয় করবেন স্বস্তিকা। এখানে বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন লুকে দেখা যাবে তাকে। যার মধ্যে গর্ভবতী লুকও একটি। নির্মাতা সূত্রে জানা গেছে ‘কালা’ নামের এই ওয়েব সিরিজটি আগামী ১ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হবে।
হাঙ্গামা/প্রিয়াঙ্কা