Shakib Khan : “বুবলীকে ডায়মন্ডের নাকফুল আমি দিইনি”
![]() |
বুবলীকে ডায়মন্ডের নাকফুল আমি দিইনি: শাকিব খান |
বুবলীকে ডায়মন্ডের নাকফুল আমি দিইনি: শাকিব খান
গেলো ২০ নভেম্বর ছিলো বাংলাদেশের চিত্রনায়িকা শবনম বুবলীর জন্মদিন। এদিন তিনি গণমাধ্যমে জানিয়েছিলেন, জন্মদিনে তার স্বামী শাকিব খান নাকি তাকে একটি ডায়মন্ডের ‘নাকফুল’ উপহার দিয়েছেন! সে খবরের একটি লিংক সামাজিক মাধ্যমে শেয়ার করে তাচ্ছিল্যের হাসি হেসেছেন শাকিবের সাবেক স্ত্রী নায়িকা অপু বিশ্বাস। এই পোস্টের মাধ্যমেই ঢালিউডের দুই নায়িকার মাঝে শুরু হয় দ্বন্দ্ব।
অপুর সেই খোঁচা মারা পোস্টের জবাব বুবলীও দিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, “একজন হঠাৎ করেই বলে উঠল, ‘আরে ওই বেটি যে আপনাদের ছবিসহ নিউজ তার নিজের ফেসবুক ওয়ালে বাঁধাই করে রাখসে, এটাই তো আপনার মজা। এতেই তো বোঝা যায়, তার শয়নে-স্বপনে শুধুই আপনি। হা হা হা।”
‘ডায়মন্ডের নাকফুল’ নিয়ে দুই সতিন নায়িকার এমন পাল্টাপাল্টি পোস্টে মেতে ওঠেন নেটিজেনরাও। তারাও বিভিন্ন মুখরোচক মন্তব্য করে মাতেন দুই নায়িকার পোস্টে। তাতেও থামেননি অপু-বুবলি। দুজনই পাল্টাপাল্টি পোস্ট করে অনলাইন ঝগড়া চলমান রাখেন তারা। তবে দুই বউয়ের দ্বন্দ্বে এতোদিন শাকিবের মুখ বন্ধ থাকলেও এবার তিনি মুখ খুললেন।
শাকিব স্পষ্টকরে জানালেন, তিনি বুবীকে কোনো ডায়মন্ডের নাকফুল উপহার দেননি। এমনকি জন্মদিনে তিনি কোনো উইশও করেননি। ঢাকাই সিনেমার এই সুপারস্টার সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘‘ডায়মন্ডের নাকফুল তিনি (বুবলী) উপহার পেতেই পারেন। ১টা কেন, ১০টাও পেতে পারেন। তার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবেরা আছেন। তবে সবাইকে আশ্বস্ত করে একটা কথা বলতে চাই, ডায়মন্ড নাকফুল আমি তাকে উপহার দিইনি।’’
তিনি আরো বলেন, ‘‘সত্যি কথা বলতে, তার (বুবলী) সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগ নেই। উপহার দেওয়া কিংবা উইশ করা—কোনোটাই আমার পক্ষ থেকে হয়নি। সন্তানের প্রয়োজনে সে আমাকে বা আমি তাকে লিখলেও তা শুধু শেহজাদকে কেন্দ্র করে যতটুকু দরকার, ততটুকুই হয়, এর বাইরে আর কোনো কিছুর প্রশ্নই আসে না।’’
২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয় অপু বিশ্বাসের। এ কথা সবাই জানলেও বুবলীর সঙ্গে সম্পর্কের ব্যাপারে কেউ এখনো নিশ্চিত নয়। এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘‘আমার মনে হয়, আনহেলদি কোনো সম্পর্ক নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো মানে হয় না। এমনকি আমার মনে হয়, মা-বাবার আনহেলদি সম্পর্কের মাঝখানে সন্তান বেড়ে ওঠার চেয়ে আলাদা করে বেড়ে ওঠাটাই তুলনামূলকভাবে অনেক ভালো। একটা কথা নিশ্চিত করে বলতে চাই, অপু ও বুবলী দুজনেই এখন আমার কাছে অতীত। তাদের সঙ্গে কোনো অবস্থায় আমার সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই। অতীত মানে তারা অতীতই।’’
হাঙ্গামা/মৃদুলা