Rafiath Rashid Mithila : সৃজিত প্রসঙ্গে মুখ খুললেন মিথিলা!
![]() |
সৃজিত প্রসঙ্গে মুখ খুললেন মিথিলা! |
সৃজিত প্রসঙ্গে মুখ খুললেন মিথিলা!
বিনোদন নিউজঃ ২০১৯ সালে ভালোবেসে ঘর বাঁধেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও ভারতের খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জী। তাদের সুখের সংসারের ৩ বছরের মাথায় এসে উঠেছে ভাঙ্গনের গুঞ্জন। বেশকিছুদিন ধরেই শোনা যাচ্ছে বিবাহবিচ্ছেদের প্রস্তুতি নিচ্ছেন তারা। এ নিয়ে সামাজিক মাধ্যম ও সংবাদমাধ্যমেও অসংখ্য খবর ছাপা হয়েছে। তার জেরে এবার মুখ খুললেন মিথিলা।
সামাজিক মাধ্যমে এই দুই তারকার একই দিনে করা পৃথক দুটি পোস্টকে কেন্দ্র করেই গুঞ্জনের সূত্রপাত। তাদের হেঁয়ালি পোস্টের কারণেই নেটিজেনদের মনে ধারণা জন্মেছে তাদের বিবাহবিচ্ছেদের। বিয়ের তিন বছর না পেড়োতেই কেন সম্পর্ক ভেঙে যাচ্ছে সে প্রশ্ন প্রায় সব ভক্তর মনেই। তাই শেষ পর্যন্ত এ বিসয় নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন মিথিলা।
সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘বিয়ে ভাঙার গুজব পুরোপুরি ভিত্তিহীন। আমার কোনো ধারণাই নেই, আমাদের একটা সাধারণ সোশ্যাল মিডিয়া পোস্ট কীভাবে ডিভোর্সের জল্পনা শুরু করে দিল। শুরুতে সৃজিতের পোস্ট আমি খেয়ালই করিনি। যখন লোকজন এটা নিয়ে কথা বলতে শুরু করল, আমার বেশ কয়েকজন বন্ধু আমাকে ব্যাপারটা জানায়। আমি তো হতচকিত হয়ে গিয়েছিলাম যে কত সহজভাবে লোকে আমাদের ডিভোর্স নিয়ে কথা বলছে। আমরা তো তেমন কিছুই লিখিনি।’’
এই অভিনেত্রী আরো বলেন ‘‘আমার কাছে এ বিষয়টা খুব অনৈতিক। এর আগেও ঠিক একইভাবে ডিভোর্সের জল্পনা শুরু হয়েছিল যখন কোভিডের জন্য আমি ঢাকায় আটকে পড়েছিলাম। আমি জানি, সেলিব্রেটিদের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া চলে, তবে এখন বিষয়টা বাড়াবাড়ির পর্যায়ে চলে গিয়েছে। দিনের শেষে একজন নারীর মানহানি হচ্ছে। এটা ঠিক নয়।’’
১২ নভেস্বর (শনিবার) সামাজিক মাধ্যমে একাকীত্বে ভরা একটি ছবি পোস্ট করেছেন সৃজিত। সেখানে সাগরের পাড়ে একটি মৃত গাছে হাত দিয়ে শূন্য দৃষ্টিতে অপলক তাকিয়ে থাকতে দেখা যায় এই নির্মাতাকে। এর ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘‘এখানে রাগের দরকার নেই, এখানে দোষারোপের প্রয়োজন নেই। এখানে কিছু প্রমাণ করার নেই। সব কিছু একই রয়েছে, সৈকতে শুধুমাত্র একটা গাছ দাঁড়িয়ে রয়েছে, একা। বিদায় অ্যাঞ্জেলিনা। এবার বিদায় নিতে হবে।’’
ঐ একই দিনে মিথিলাও ফটোশুটের কিছু ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, ‘‘কীভাবে তুমি জানো যে সেই প্রেম সত্যি? কীভাবে জানো সেই প্রেম ন্যায্য? সেই প্রেম আর নেই এটা জানার আগে সেই উত্তর খুঁজতে কতদূর তুমি যেতে পার?’’ তাদের এমন রহস্যজনক পোস্টকে ঘিরেই সামাজিক মাধ্যমে শুরু হয় তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন।
হাঙ্গামা/প্রিয়াঙ্কা