Mostofa Sarwar Farooki : ‘‘এই জায়গায় পিছিয়ে মেসি’’

এই জায়গায় পিছিয়ে মেসি
এই জায়গায় পিছিয়ে মেসি

‘‘এই জায়গায় পিছিয়ে মেসি’’


ইতোমধ্যে শুরু হয়ে গেছে কাতার ফুটবল বিশ্বকাপ- ২০২২। ২০ নভেম্বর অনাড়ম্বর এক আয়োজনের মধ্য দিয়ে এই আসরের উদ্বোধন করা হয়। এরপর থেকেই অনুষ্ঠিত হয় একেকটি টুর্নামেন্ট। সেই ধারাবাহিকতায় ২২ নভেম্বর মাঠে নামে ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি আর্জেন্টিনা এবং অপেক্ষাকৃত দুর্বল দল সৌদি আরব। ৯০ মিনিটের খেলা শেষে যার ফল দাড়ায় আর্জেন্টিনা-১, সৌদি আরব-২। অর্থাৎ আরবরা ২-১ গোলে হারিয়েছে মেসির আর্জেন্টিনাকে।

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই গো-হারা হারলো আর্জেন্টিনা। তাদের এমন হারের পর সামাজিক মাধ্যমে চলছে চুলচেরা বিশ্লেষন। সৌদির কাছে হেরে আর্জেন্টিনা এখন নেটিজেনদের পোস্টমর্টেমের টেবিলে। অনেকে এই দলের অধিনায়ক লিওনেল মেসির পারফরমেন্স নিয়েও তুলেছেন প্রশ্ন। আর এ নিয়ে নিজের ব্যক্তিগত অভিমত প্রকাশ করেছেন দেশের খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

ফেসবুক পোস্টে ফারুকী লিখেছেন, ‘‘এই মূহুর্তে বিশ্ব ফুটবলে আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড় মেসি। মেসির হাতে একটা বিশ্বকাপ দেখার ইচ্ছা আমারও। কিন্তু পাশাপাশি একটা কথাও বলা দরকার। আমাদের তরুণ বন্ধুরা আজকাল এক ধরনের আতিশয্যের বশে মেসিকে ম্যারাডোনার চেয়েও উপরে তুলে ফেলেন।’’

তিনি আরও লেখেন, ‘‘ম্যারাডোনা এবং মেসি দুইজনকেই দূর্বল সতীর্থদের নিয়ে খেলতে হয়েছে। কিন্তু এই দুইজনের মধ্যে পার্থক্য এই যে, ম্যারাডোনা এই পরিস্থিতিতেও একাই ম্যাচ বের করে নিয়ে গেছে বহুবার, কাপ জিতেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মেসি এই জায়গায় পিছিয়ে।’’

উল্লেখ্য, বিশ্বকাপের মাঠে নামার আগে টানা ৩৬ ম্যাচ অপরাজিত ছিলো মেসির আর্জেন্টিনা। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচেই ২-১ গোলে এশিয়র দল সৌদির কাছে হেরে গেলো তারা। এরমাধ্যমেই জন্ম নিল এবারের বিশ্বকাপের প্রথম অঘটন।

হাঙ্গামা/ধ্রুব
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url