Mithun Chakraborty : সড়ক দুর্ঘটনার শিকার হলেন মিঠুন চক্রবর্তী

Mithun Chakraborty : সড়ক দুর্ঘটনার শিকার হলেন মিঠুন চক্রবর্তী
Mithun Chakraborty : সড়ক দুর্ঘটনার শিকার হলেন মিঠুন চক্রবর্তী

সড়ক দুর্ঘটনার শিকার হলেন মিঠুন চক্রবর্তী


ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। বাংলাদেশি বংশদ্ভূত এই অভিনেতা বলিউড, টালিউডসহ ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে একাধারে দর্শকপ্রিয়। এখন যদিও এই সুপারস্টারকে তেমন একটা সিনেমায় দেখা যায় না, তবে ছোট পর্দায় বিভিন্ন অনুষ্ঠানে সঞ্চালনা ও জাজের ভূমিকায় সরব রয়েছেন তিনি। পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় মিঠুন। সর্বশেষ ‘ডিসকো ড্যান্সার’খ্যাত এই অভিনেতাকে দেখা গেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনিমায়।

দক্ষিণ এশিয়ার তুমুল জনপ্রিয় এই অভিনেতা এবার সড়ক দুর্ঘটনার শিকার হলেন। রাজনৈতিক কাজে একটি গাড়িবহর নিয়ে বাঁকুড়া থেকে আসানসোল গিয়েছিলেন তিনি। ২৬ নভেম্বর (শনিবার) সেখান থেকে ফেরার পথে বিষ্ণুপুর এলাকা পার হওয়ার পর দুর্ঘটনাটি ঘটে। 

জানা গেছে, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ি আসানসোলে গিয়েছিলেন মিঠুন। সেখানে রাজনৈতিক কর্মসুচি শেষে গাড়ি বহর নিয়ে বাকুঁড়ার উদ্দেশ্যে ফিরছিলেন তিনি। নিরাপত্তাজনিত কারণে তার গাড়ির সামনে ও পেছনে ছিল নিরাপত্তারক্ষীর গাড়ি। এ দূর্ঘটনায় তিনটি গাড়িই ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে মিঠুন চক্রবর্তীসহ তার সঙ্গে থাকা সবাই ভালো আছেন।

দূর্ঘটনার বিষয় খোলাসা করেছেন তার সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরা। তারা জানিয়েছেন, মিঠুন চক্রবর্তীর গাড়ির সামনে ও পেছনে নিরাপত্তারক্ষীর গাড়ি ছিলো। তিনটি গাড়িই কাছাকাছি দূরত্বে সমান গতিতে চলছিলো। এসময় প্রথম গাড়িটির সামনে হঠাৎ করেই একটি সাইকেল চলে আসে। সেই সাইকেল চালককে বাঁচাতে সামনের গাড়িটি হঠাৎ ব্রেক করলে তার পেছনে থাকা অভিনেতার গাড়ি সেই গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এমনকি পেছনের গাড়িটিও তাল সামলাতে না পেড়ে মিঠুনের গাড়িতে ধাক্কা দেয়।

নিরাপত্তারক্ষীর দুই গাড়ির মাঝে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মিঠুনের গাড়ি। এতে গাড়ির সামনের অনেকটা অংশ খুলে পড়ে যায়। সামনের ও পেছনের গাড়ি দুটিও কিছুটা ক্ষতিগ্রস্থ হয়। এরপর সেই ভাঙ্গা গাড়ি নিয়েই আসানসোলে পৌঁছেছেন মিঠুন।

উল্লেখ্য, বাংলা কিংবা হিন্দী কোন সিনেমায়ই এখন নিয়মিত নন মিঠুন চক্রবর্তী। তবে ব্যস্ত রয়েছেন বিভিন্ন অনুষ্ঠানের সঞ্চালনা ও রাজনীতি নিয়ে। সম্প্রতি রিয়েলিটি শো ‘সারেগামাপা লিটল চ্যাম্প’র একটি পর্বে হাজির হয়েছিলেন তিনি। 

হাঙ্গামা/প্রিয়াঙ্কা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url