Dighi : “আমার সাথে খেলতে চলে আসো”
![]() |
Dighi - প্রার্থনা ফারদিন দীঘি |
আমার সাথে খেলতে চলে আসোঃ দীঘি
শুরু হয়ে গেছে ফুটবল ঝড়! মরুভূমির দেশ কাতারে বসেছে এবারের বিশ্বকাপের আসর। এই গ্রহের সবচেয়ে বড় এই আয়োজনকে ঘিরে গোটা দুনিয়া জুড়ে চলছে ফুটবল উন্মাদনা। প্রতিবারের মতো এবারো এই বিশ্বকাপকে ঘিরে তৈরি হচ্ছে নানান অনুষ্ঠান ও বিভিন্ন কোম্পানির প্রচার-প্রচারণা। এই আসরে বাংলাদেশ ফুটবল দল না থাকলেও দেশজুড়ে রয়েছে উন্মাদনা।
কাতার ফুটবল বিশ্বকাপের সাথে বাংলাদেশের আপামর জনতাও মেতেছে বিশ্বকাপের সাথে। সাধারণ মানুষদের পাশাপাশি শেবিজ অঙ্গনের তারকারাও সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে জানাচ্ছেন তাদের পছন্দের কথা। সেই ধারাবাহিকতায় চিত্রনায়িকা দিঘীও জানিয়েছেন তার পছন্দের দল ব্রাজিলের কথা। পাশাপাশি তার সঙ্গে খেলার জন্য আহবান করেছেন ভক্তদের। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “তুমি যদি ভালো প্লেয়ার হও, তোমার গেম স্ট্রিম করো। তোমাদের মধ্য থেকে আমি বেছে নেবো একজনকে। আর আমার নেইমার হয়ে খেলতে চলে আসো আমার সাথে।”
মূলত, বিশ্বকাপ উপলক্ষে একটি প্রচারণা চালাচ্ছে মোবাইল ভিত্তিক আর্থিক লেনদেন কোম্পানি বিকাশ। সেখানেও অংশ নিয়েছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। এ বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন। সামাজিক মাধ্যম এ বিষয়ে একটি ভিডিও পোস্ট করেছেন এই অভিনেত্রী।
ফেসবুকে তার নিজের ফ্যান পেজে পোস্ট করা সেই ভিডিওর সঙ্গে দীঘি লিখেছেন, “এই ওয়ার্ল্ডকাপে শুরু হচ্ছে বিকাশ বিশ্বকাপ গেমারু’! আর আমি আসছি আমার প্রিয় দলের হয়ে মাঠে নামতে, খুঁজছি সেইসব সেরা ফিফা প্লেয়ারদের, যারা আমাকে হেল্প করবে টুর্নামেন্টজয়ী হতে। তাই চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যেতে, এখনই তোমরা, তোমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে EA Sports-এর ‘FIFA 2023’ লাইভ স্ট্রিম করা শুরু করো। তোমাদের মধ্য থেকে আমি বেছে নেবো একজনকে।”
‘আমার সাথে খেলতে চলে আসো’ এমন আহবান জানিয়ে ঐ ভিডিওতে দীঘি বলেন, “হ্যালো সবাই, আমি প্রার্থনা ফারদিন দীঘি। ‘বিকাশ বিশ্বকাপ গেমারু’র জন্য আমি আমার নেইমারকে খুঁজছি। তুমি যদি ভালো ফিফা প্লেয়ার হও, তোমার গেম স্ট্রিম করো। আর আমার নেইমার হয়ে খেলতে চলে আসো আমার সাথে।”
প্রসঙ্গত, বাংলাদেশের চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন প্রার্থণা ফারদিন দীঘি। অল্পসময়েই অর্জন করেছিলেন জনপ্রিয়তা। এমনকি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারও। পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে তিনি বড় পর্দায় পা রাখেন গত বছর। ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় তার। এছাড়া তিনি ওয়েব সিরিজেও নিয়মিত অভিনয় করছেন। ওটিটি প্লাটফর্মে মুক্তিপাওয়া ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’তে ইয়াশ রোহানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এই ওয়েব ফিল্মে দীঘির অভিনয় প্রশংসিত হয়েছে।
হাঙ্গামা/মৃদুলা