Bubly-Symon : ফের বিয়ের পিঁড়িতে বুবলী; পাত্র সাইমন!
![]() |
ফের বিয়ের পিঁড়িতে বুবলী; পাত্র সাইমন! |
ফের বিয়ের পিঁড়িতে বুবলী; পাত্র সাইমন!
ঢাকাই সিনেমার বহুল চর্চিত অভিনেত্রী শবনম বুবলী। কয়েক বছর আগে গোপনে বিয়ে করেন ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। তবে এ খবর এতোদিন দুজনই রেখেছিলেন আড়ালে। সম্প্রতি গোপনে বিয়ে ও পুত্র সন্তান জন্মের খবর প্রকাশ্যে এনেছেন বুবলী। প্রথমে চুপ থাকলেও এক পর্যায়ে এসব বিষয় স্বীকার করেন শাকিব খানও।
শাকিব-বুবলী সন্তান প্রকাশ্যে আসার পর থেকেই মিডিয়াপাড়ায় গুঞ্জন ওঠে তাদের বিচ্ছেদের। তবে বুবলী বলেছেন শাকিবের সাথে সুখেই সংসার করছেন তিনি। কিন্তু শাকিব বেশ কয়েকবার ইঙ্গিতে বলেছেন তাদের বিচ্ছেদেরে কথা। এবারতো তিনি সেই ইঙ্গিতকে পরিষ্কারভাবেই জানালেন। চলমান 'নাকফুল' নিয়ে অপু-বুবলীর দ্বন্দ্বের মাঝে মুখ খুলে সে কথা সংবাদমাধ্যমে জানান শাকিব।
ঢাকাই সিনেমার এই সুপারস্টার সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘‘সত্যি কথা বলতে, তার (বুবলী) সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগ নেই। তার জন্মদিনে উপহার দেওয়া কিংবা উইশ করা—কোনোটাই আমার পক্ষ থেকে হয়নি। সন্তানের প্রয়োজনে সে আমাকে বা আমি তাকে লিখলেও তা শুধু শেহজাদকে কেন্দ্র করে যতটুকু দরকার, ততটুকুই হয়, এর বাইরে আর কোনো কিছুর প্রশ্নই আসে না। একটা কথা নিশ্চিত করে বলতে চাই, অপু ও বুবলী দুজনেই এখন আমার কাছে অতীত। তাদের সঙ্গে কোনো অবস্থায় আমার সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই। অতীত মানে তারা অতীতই।’’
শাকিব খানের সঙ্গে যখন আর মিল হচ্ছে না ঠিক তখন খবর এলো- ফের বিয়ের পিঁড়িতে বসছেন বুবলী। এরমধ্যেই জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গায়ে হলুদের পর্ব। এবার তার পাত্র ঢাকাই সিনেমার আরেক চিত্রনায়ক সাইমন সাদিক। এ ঘটনা অবশ্য বুবলীর বাস্তব জীবনের নয়। এ দৃশ্য ‘মায়া: দ্য লাভ’ নামের একটি সিনেমার। যেখানে সাইমন-বুবলীকে দেখা যাবে বর-কনের ভূমিকায়।
‘মায়া: দ্য লাভ’ নামের এই সিনেমায় বুবলী একাই অভিনয় করেছেন তিন নায়কের বিপরীতে। এতে তার বিপরীতে সাইমন সাদিক ছাড়াও আরো দেখা যাবে আনিসুর রহমান মিলন ও জিয়াউল রোশানকে। জসিম উদ্দিন জাকির নির্মিত এই সিনেমায় একাধিকবার বিয়ের পিঁড়িতে বসবেন বুবলী।
‘মায়া: দ্য লাভ’ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘‘সিনেমার গল্প এখনই বলতে চাচ্ছি না। এর আগে আনিসুর রহমান মিলনের সঙ্গে বিয়ের (বুবলীর) দৃশ্য করেছি। গত মঙ্গলবার সাইমন সাদিকের সঙ্গে হলুদ অনুষ্ঠান করেছি। আবার বাসর হবে রোশানের সঙ্গে। সিনেমাটির গল্পে টুইস্ট রয়েছে। দশর্ক সিনেমা হলে গিয়ে বিষয়টি বুঝতে পারবেন।’’
হাঙ্গামা/সানজানা