Bidya Sinha Saha Mim : রাজের সাথে কাজ করবেন না মিম
![]() |
রাজের সাথে কাজ করবেন না মিম |
রাজের সাথে কাজ করবেন না মিম
বিনোদন নিউজঃ বর্তমানে তুঙ্গে রয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও তরুণ তুর্কী শরিফুল রাজ জুটি। গত কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পরাণ’ সুপারহিট হওয়ার পরপর এই জুটির ‘দামাল’ সিনেমাটিও রয়েছে আলোচনায়। এ সিনেমাটি এখনো দর্শক ধরে রেখেছে দেশের সিনেমাহলগুলিতে। নির্মাতারাও রাজ-মিম জুটিকে রেখেছেন পছন্দের তালিকায়। ঠিক এমন সময় রাজের সাথে আর কাজ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন মডেল ও চিত্রনায়িকা মিম।
প্রায় এক বছর আগে ‘পথে হলো দেখা’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন বিদ্যা সিনহা মিম। পরিচালক রায়হান জুয়েলের নতুন এ সিনেমা নায়ক হিসেবে থাকার কথা ছিলো শরিফুল রাজের। কিন্তু প্রথমে চিত্রনাট্য পড়ে পছন্দ হয়নি রাজের। তাই তার কথার উপর ভিত্তি করে চিত্রনাট্যে কিছুটা পরিবর্তনও আনা হয়েছে। কিন্তু এখন বেকে বসেছেন মিম। আর রাজের সাথে কাজ করতে চাননা বলে পরিচালককে জানিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। এ কথা সংবাদমাধ্যমের কাছে স্বীকার করেছেন রায়হান জুয়েলও।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে মিম বলেন, ‘‘ছবির গল্পের প্রয়োজনে বেশ কিছু রোমান্টিক দৃশ্য থাকতে পারে। এ নিয়ে পরী-রাজের মধ্যে অবিশ্বাসের জন্ম হতে পারে। ঝামেলা তৈরি হবে। তাতে আমার ও আমার পরিবারের জন্য মানসম্মান ক্ষুণ্ণ হবে। সামাজিক ও পারিবারিকভাবে আবারও হেয় হতে পারি আমি।’’
শরিফুল রাজের সঙ্গে আর কাজ না করার সিদ্ধান্তের কারণ হিসেবে তিনি আরো বলেন, ‘‘আমার জন্মদিনে ট্যাগ করে ফেসবুকে আমাকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। আমি এতে অবাক হয়েছি। এর ফলে বিয়ের পর আমার প্রথম জন্মদিনটাই বিবর্ণ হয়ে গেছে। এসব দেখে আমার মা অসুস্থ হয়ে পড়েছিলেন। আমি চাই রাজ ও পরীমণি ভালো থাকুক।’’
গত ৯ নভেম্বর দিবাগত রাত সোয়া ২টায় পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক একাউন্টে একটি পোস্ট করেন। সেখানে তিনি স্পষ্টভাবে পরিচালক রায়হান রাফি, অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম, আর নিজের স্বামী শরিফুল রাজের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। ওই পোস্টে মিমকে ম্যানসন দিয়ে পরী লেখেন, ‘‘নিজের জামাইকে নিয়া সন্তুষ্ট থাকা উচিত ছিল।’’ তার এই বিষ্ফোরক পোস্টের কারণে মিমের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলেছিলেন নেটিজেনরা।
হাঙ্গামা/ধ্রুব