Bachelor's Football : ২-১ গোলে জিতলো আর্জেন্টিনা, হারলো ব্রাজিল (ভিডিও)
![]() |
Bachelor's Football : ২-১ গোলে জিতলো আর্জেন্টিনা, হারলো ব্রাজিল |
২-১ গোলে জিতলো আর্জেন্টিনা, হারলো ব্রাজিল
চলছে বিশ্বকাপ ফুটবল মৌসুম। এর মাঝেই মুখোমুখি হলো বিশ্বের পরাক্রমশালী দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিল। টানা একঘন্টা গোলাকার ফুটবলের পেছনে দৌড়ে ২-১ গোলের ব্যবধানে জিতে গেলো আর্জেন্টিনা। আর নির্মমভাবে হারতে হলো হলুদ জার্সির ব্রাজিলকে। এটুকু পড়ে হয়তো চমকে যাবেন অনেকেই। কেননা সবে মাত্র শুরু হলো কাতার বিশ্বকাপ ২০২২। এখনোতো শেষ হয়নি ব্রাজিল-আর্জেন্টিনার গ্রুপ পর্বের খেলা। তাহলে কখনইবা তারা মুখোমুখি হলো, আর আর্জেন্টিনা জিতলোই বা কিভাবে?
ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা ২-১ গোলে জয় ঠিকই পেয়েছে, তবে তা কাতার বিশ্বকাপের মাঠে নয়। এই পুরো বিষয়টাই ঘটেছে নাটকের পর্দায়। নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলরস ফুটবল’ নামের নাটকেই দেখা গেছে এমন দৃশ্য। এটি ‘ব্যাচেলর পয়েন্ট’র বিশেষ একটি পর্ব। নির্মাতা অমি বরাবরই বিশেষ দিন বা উৎসবকে কেন্দ্র করে বিশেষ কিছু পর্ব নির্মাণ করে থাকেন। এটিও তেমনই একটি।
চলমান ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নির্মিত ‘ব্যাচেলরস ফুটবল’ নামের এই নাটকটি ফুটবল প্রেমিদের বাড়তি আনন্দ যোগ করেছে। অমিও চেয়েছিলেন ফুটবল উন্মাদনায় বাড়তি কিছু আনন্দ দিতে। গত ২১ নভেম্বর (সোমবার) রাতে ধ্রুব টিভি ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে এ নাটকটি। দর্শক যে এই নাটকের মুক্তি অপেক্ষায় উন্মাদ হয়ে ছিলো, তার প্রমান মিললো মুক্তির পর পরই।
‘ব্যাচেলরস ফুটবল’ নাটকটি ইউটিউবে অবমুক্ত হওয়ার মাত্র তিন ঘন্টার মধ্যেই এক মিলিয়নের মাইলফলক অতিক্রম করে ফেলে। যা বাংলা নাটকের ইতিহাসে বিরল রেকর্ড। এর আগে এত কম সময়ে কোনো নাটক ১০ লাখ ভিউ অর্জন করতে পারেনি। এর আগের রেকর্ডটিও ছিল নির্মাতা অমির। সেটিও গত কোরবানির ঈদ উপলক্ষে নির্মিত বিশেষ পর্ব ‘ব্যাচেলরস কোরবানি’। যা মাত্র ৪ ঘন্টায় এক মিলিয়ন বার দেখা হয়েছিলো। এবার ‘ব্যাচেলরস ফুটবল’র মাধ্যমে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন কাজল আরেফিন অমি।
এ নাটকটি প্রথমে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হয়। এর একদিন পর ইউটিউবে প্রকাশ করা হয়। টেলিভিশনে প্রচারের পর অনেকেই সেটিকে পাইরেসি করে অন্তর্জালে ছড়িয়ে দেয়। তারপরও এমন অভূতপূর্ব সাফল্যে উচ্ছাস প্রকাশ করেছেন অমি। তিনি বলেন, ‘‘বাংলাদেশে সিঙ্গেল নাটকে দ্রুততম ১ মিলিয়ন ছিল ‘ব্যাচেলরস কোরবানি’, যা ৪ ঘন্টায় ১ মিলিয়ন হয়েছিলো। সেটাকে অতিক্রম করে আপনাদের ভালোবাসায় ‘ব্যাচেলরস ফুটবল’ মাত্র ৩ ঘন্টায় ১ মিলিয়ন অতিক্রম করে নতুন রেকর্ড করলো। ধন্যবাদ দর্শক আমাদের পাশে থাকার জন্য। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’’
প্রসঙ্গত, ‘ব্যাচেলরস ফুটবল’ নামের এই নাটকে বিভিন্ন চরিত্রে রুপদান করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, চাষী আলম, শিমুল শর্মা, শরাফ আহমেদ জীবন, আশুতোষ সুজন, আব্দুল্লাহ রানা, মনিরা মিঠু, সাবিলা নূর, পারসা ইভানা, লামিমা লাম, ফারিয়া শাহরিন, সাইদুর রহমান পাভেল, সুমন পাটোয়ারী প্রমুখ।
হাঙ্গামা/মৃদুলা