Apu-Bubly-Shakib : অপু-বুবলীর দ্বন্দ্ব, শাকিবের মুখ বন্ধ

অপু-বুবলীর দ্বন্দ্ব, শাকিবের মুখ বন্ধ
অপু-বুবলীর দ্বন্দ্ব, শাকিবের মুখ বন্ধ

অপু-বুবলীর দ্বন্দ্ব, শাকিবের মুখ বন্ধ


ঢালিউড সুপারস্টার শাকিব খানের দুই বউ চিত্রনায়িকা অপু বিশ্বাস বুবলী প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়েছেন। তাদের এই দ্বন্দ্বের সূত্রপাত শাকিবকে কেন্দ্র করেই। ঢাকাই সিনেমার এই নায়ক ২০০৮ সালে গোপনে বিয়ে করেছিলেন অপু বিশ্বাসকে। এর ১০ বছর পর ফের গোপনে বিয়ে করেন আরেক আলোচিত নায়িকা শবনম বুবলীকে। গুঞ্জন রয়েছে, অপুকে ডিভোর্স দেয়ার আগেই নাকি বুবলীর তীরে নোঙ্গর ফেলেছিলেন শাকিব। 

শাকিব-বুবলীর প্রেম, বিয়ে, সন্তানের গোপন খবর প্রকাশ্যে আসে গত সেপ্টেম্বরে। এরপরই আরেক উঠতি নায়িকার সঙ্গে নাম জড়ায় শাকিব খানের। যদিও তা গুঞ্জন অবদিই সীমাবদ্ধ রয়ে গেছে। কিন্তু এদিকে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়েছে অপু বিশ্বাস ও শবনম বুবলী। এতদিন তারা ভেতরে ভেতরে ক্ষোভ জমিয়ে রাখলেও তা আর ধরে রাখতে পারলেন না, বের করে আনলেন প্রকাশ্যে।

প্রকাশ্যে দ্বন্দ্বের শুরুটা হয় বুবলীর এবছরের জন্মদিনকে কেন্দ্র করে। এবারের জন্মদিনে তাকে ডায়মন্ডের নাকফুল গিফট করেছেন শাকিব। সে কথা বুবলী নিজেই সংবাদমাধ্যমে জানিয়েছেন। এ ঘটনা ফলাও করে প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। তেমনি একটি খবরের লিংক অপু বিশ্বাস নিজের ফেসবুকে শেয়ার করে যেনো খোঁচা দিয়ে বসলেন বুবলীকে। ক্যাপশনে অপু লিখেছেন, ‘‘কী যে মজা মজা!’’ সঙ্গে জুড়ে দেন তাচ্ছিল্যের হাসিযুক্ত একটি ইমোজি।

অপু বিশ্বাসের এমন তাচ্ছিল্যকর পোস্টের জবাব দিয়েছেন বুবলীও। ২২ নভেম্বর (বুধবার) ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। সেখানে লিখেছেন, “একজন হঠাৎ করেই বলে উঠল, ‘আরে ওই বেটি যে আপনাদের ছবিসহ নিউজ তার নিজের ফেসবুক ওয়ালে বাঁধাই করে রাখসে, এটাই তো আপনার মজা। এতেই তো বোঝা যায়, তার শয়নে-স্বপনে শুধুই আপনি। হা হা হা।”

সোশ্যাল মিডিয়ায় এক নায়ক স্বামীকে নিয়ে দুই নায়িকা বউয়ের লড়াইয়ে যেনো মজা পাচ্ছেন নেটিজেনরা। বিভিন্ন ধরনের মন্তব্য করে তারাও শামিল হচ্ছেন অপু-বুবলীর এই নিরব যুদ্ধে। ঢাকাই সিনেমার প্রথম সারির এই নায়িকা বধুদের মাঝে যখন শুরু হয়েছে দ্বন্দ্ব, তখন তাদের একমাত্র বর নায়ক শাকিব খানের মুখ বন্ধ। এই প্রসঙ্গে একেবারেই নিশ্চুপ তিনি। এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়াই যেনো তার নেই।

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই বুবলীকে গোপনে বিয়ে করেন শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ পুত্র সন্তান শেহজাদ খান বীরের বাবা-মা হন তারা। বর্তমানে তারা দুজন আলাদা থাকছেন বলেও গুঞ্জন রয়েছে। তবে তারা একসাথে সুখে আছেন বলে দাবি করেছেন বুবলী। এর আগে ২০০৮ সালে ভালোবেসে গোপনে ঘর বেঁধেছিলেন শাকিব-অপু। ২০১৭ সালে একটি টিভি চ্যানেলের লাইভে এসে বিয়ে ও সন্তান আব্রাহাম খান জয়ের কথা প্রকাশ করেন অপু। এরপর ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি বিচ্ছেদ হয় তাদের।

হাঙ্গামা/সানজানা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url