Akbor : না ফেরার দেশে চলে যাওয়া আকবর রিক্সাচালক থেকে যেভাবে গায়ক হয়েছিলেন
![]() |
‘তোমার হাত পাখার বাতাসে’ গানচিত্রে পূর্ণিমা ও আকবর |
না ফেরার দেশে চলে যাওয়া আকবর রিক্সাচালক থেকে যেভাবে গায়ক হয়েছিলেন
আকবর আলী গাজি বাংলাদেশের খুলনার পাইকগাছায় জন্ম নিলেও বেড়ে ওঠেন যশোরে। জীবনের তাগিদে সেখানে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন রিকশাচালনাকে। সংগীতের প্রতি ঝোক ছিল তার সবসময়ই। সময় সুযোগ পেলেই খালি গলায় গান ধরতেন আকবর। ২০০৩ সালে যশোর এম এম কলেজের একটি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য ডাক পেয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠানে গান গেয়ে শ্রোতাদের মন কারেন এই প্রতিভাবান শিল্পী।
সেই অনুষ্ঠানে থাকা এক দর্শক আকবর ও তার প্রতিভাকে প্রসঙ্গ করে চিঠি লিখেছিলেন দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ বরাবর। এরপর ‘ইত্যাদি’ কর্তৃপক্ষের দেয় সুযোগে ওই বছরের পর্বে কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ গানটি গেয়ে রাতারাতি পরিচিতি পেয়ে যান আকবর। ‘ইত্যাদি’খ্যাত এই শিল্পী এরপর ‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। এই গানের ভিডিও চিত্রে আকবরের সঙ্গে মডেল হয়েছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা।
রিক্সাচালক থেকে জনপ্রিয় গায়ক বনে যাওয়া এই শিল্পী চলে গেলেন না ফেরার দেশে। ১৩ নভেম্বর (রবিবার) দুপুর সোয়া ৩টার দিকে আকবরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেরেছেন তার মেয়ে অথৈ। ‘সিঙ্গার আকবর’ নামের ফেসবুক আইডি থেকে আকবর কন্যা লেখেন, ‘আব্বু আর নেই’। এরপর তার স্ত্রী কানিজ ফাতেমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘‘আমার আর কিছু করার নেই। আমাকে ফাঁকি দিয়ে পাখি উড়াল দিয়েছে। আমি তাকে আর ধরে রাখতে পারিনি।’’
দীর্ঘবছর ধরে নানান ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন আকবর। কঠিন সব রোগের সঙ্গে লড়তে থাকা এই শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হলে গত ৫ নভেম্বর দুপুরে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) ভর্তি করা হয় তাকে। এরপর আশঙ্কাজনক অবস্থায় ৯ নভেম্বর ভোরে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত আর ফিরতে পারলেন না এই গায়ক।
দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, জন্ডিস, কিডনি, রক্তের প্রদাহসহ আরও নানা শারীরিক জটিলতায় দুটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছিলো আকবরের। এতে শরীরে পানি জমে তার ডান পা নষ্ট হয়ে গিয়েছিল। দুই সপ্তাহ আগে অস্ত্রোপচার করে সেই পা কেটে ফেলতে হয়েছিলো। এরপর তার কিডনি ও লিভারের সমস্যা আরও বেড়ে যায়। এ জন্যই তাকে দেশের বাইরে নেয়ার প্রস্তুতিও চলছিলো। কিন্তু তার আগেই পাড়ি জমালেন না ফেরার দেশে।
হাঙ্গামা/ধ্রুব