Aamir Khan : অভিনয় ছাড়লেন আমির খান!

অভিনয় ছাড়লেন আমির খান!
অভিনয় ছাড়লেন আমির খান!

অভিনয় ছাড়লেন আমির খান!


বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত অভিনেতা আমির খান। তিনি যা করেন নিখুত ভাবেই করার চেষ্টা করেন। সর্বশেষ মুক্তি পেয়েছিলো তার সিনেমা ‘লাল সিং চাড্ডা’। হলিউডের অস্কারপ্রাপ্ত সিনেমা ‘ফরেস্ট গ্যাম্প’র অফিসিয়াল রিমেক ছিলো এটি। সিনেমাটি মুক্তির আগে থেকে আলোচনায় থাকলেও হিন্দুত্ববাদী বিজেপি সরকারের সমর্থকদের অহেতুক বয়কটের ডাকে বক্স অফিসে মুখ থুবরে পড়ে এটি। 

বক্স অফিসের তথ্য অনুযায়ি লগ্নির টাকাও তুলে আনতে পারেনি ‘লাল সিং চাড্ডা’। এরপর শোনা যায়, এমন সুপার ফ্লপের মুখে পড়ায় বলিউডকে বিদায় জানাবেন আমির খান। তবে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছিলো পরিচালক আর এস প্রসন্নর ‘চ্যাম্পিয়ন’ দিয়ে ফিরছেন বলিউডের এই সুপারস্টার। তাতে আশায় বুক বেঁধেছিলো তার ভক্ত অনুরাগিরা। এবার সে আশাকে ধুলোয় মিশিয়ে দিলেন আমির নিজেই। জানালেন সিনেমা ছাড়ার কথা।

কথা ছিলো দ্রুতই একাধিক আর্ন্তজাতিক পুরস্কার জয়ী স্প্যানিশ সিনেমা ‘চ্যাম্পিয়ন’-এর অফিশিয়াল হিন্দি রিমেকের শুটিং শুরু হবে। এতে প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিলো আমির খানের। কিন্তু তা আর হচ্ছে না। আমির জানালেন, তিনি বিরতি চান। এ সিনেমায় অভিনয়ও করবেন না তিনি। ‘ফরেস্ট গাম্প’-এর অফিসিয়াল রিমেক ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে চূড়ান্তভাবে ব্যর্থ হওয়ায় হয়তো পরপর দুটি রিমেক ছবিতে অভিনয় করতে চাইছেন না এই সুপারস্টার।

সম্প্রতি ‘চ্যাম্পিয়ন’ ছবির প্রসঙ্গে গনমাধ্যমে কথা বলেছেন আমির খান। সেসময় তিনি বলেন, ‘‘আমি আপাতত কোনো ছবিতেই অভিনয় করছি না। একটা বিরতি দরকার। কমপক্ষে বছর দেড়েকের একটা বিরতি চাই। এই সময়টা পরিবার, সন্তান ও মায়ের সঙ্গে সময় কাটাতে চাই। ‘চ্যাম্পিয়ন’ ছবিতে আমার অভিনয় করার কথা থাকলেও তা আর করছি না। তবে ছবিটা আমি প্রযোজনা করছি কারণ ছবিটার ওপর বিশ্বাস আছে, গল্পটাও খুব ভলো।’’

আমির সাময়িক বিরতির কথা বললেও বলিপাড়ায় গুঞ্জন আছে, এটা আমিরের বিরতি নয়, বরং বিদায়। আর অভিনয়ে ফিরবেন না তিনি। কিন্তু আমির বলছেন আপাতত বিরতি নিয়ে পরিবারকে সময় দিতে চান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমার ৩৫ বছরের কর্মজীবনে আমি শুধু নিজের কাজকেই প্রাধান্য দিয়ে এসেছি। যারা আমার কাছের মানুষ তাদের প্রতি হয়তো অবিচার করেছি। আমার মন হয় এবার পরিবারকে সময় দেওয়া উচিত।’’

হাঙ্গামা/অভিজিৎ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url