Tanjin Tisha : উষ্ণ রুপে তানজিন তিশা

উষ্ণ রুপে তানজিন তিশা
উষ্ণ রুপে তানজিন তিশা

তানজিন তিশার উষ্ণ রুপ


বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নাটকে কাজ করার কারনেই হয়তো বড় পর্দার অভিনেত্রীদের মতো খুল্লাম-খুল্লা রুপে তেমন একটা দেখা যায়নি তাকে। তবে সম্প্রতি তার কিছু চিত্র নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি। যেখানে তার উষ্ণতা হার মানিয়েছে বলিউড নায়িকাদেরকেও। 

Tanjin Tisha - তানজিন তিশা
Tanjin Tisha - তানজিন তিশা


মডেলিং দিয়ে বিনোদন অঙ্গনে পা রাখা এই অভিনেত্রী জনপ্রিয়তা পেয়েছেন নাটকে এসে। তিনি অভিনয়ে যেমন পারদর্শী তেমনি নৃত্যেও সিদ্ধহস্ত। আর তাই তাকে বিভিন্ন নাচের অনুষ্ঠানেও দেখা যায়। ক্যারিয়ার জীবনের শুরুতে মিউজিক ভিডিওর মডেল হয়ে তাক লাগিয়ে দেন তিনি। এই মাধ্যমে তার খোলামেলা প্রদর্শন নজর কেড়েছিলো সবার। এরপরই ডাক পান নাটকে। এরপর আর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি। 

Tanjin Tisha - তানজিন তিশা
Tanjin Tisha - তানজিন তিশা


তানজিন তিশা বর্তমানে দেশীয় নাটকের প্রথম সারির অভিনেত্রী। তিনি পর্দার মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও বেশ জনপ্রিয়। নিত্য নতুন ছবি আর বিভিন্ন পোস্টের মাধ্যমে মাতিয়ে রাখেন তার ভক্তদের। সম্প্রতি বেড়াতে গিয়েছিলেন মেক্সিকোতে। সেখানে সমুদ্র পাড়ে গিয়ে উষ্ণতা ছড়িয়েছেন তিনি। যার চিত্র দেখা গেলো তার ফেসবুকে।

Tanjin Tisha - তানজিন তিশা
Tanjin Tisha - তানজিন তিশা


খোলামেলা ছবি পোস্ট করে তার ক্যাপশনে তিশা লিখেছেন, ‘হেই মাই লাভ।’ পোস্টটির মন্তব্যের ঘরে নেটিজেনদের প্রশ্নের ছড়াছড়ি। অনেকের প্রশ্ন কার সঙ্গে সেখানে গিয়েছেন এই তারকা। কেউ আবার করছেন ভালোবাসাময় মন্তব্য। তবে মক্সিকোর সমুদ্র সৈকতে কার সঙ্গে গিয়েছেন এই অভিনেত্রী, সে সম্পর্কে কিছুই জানাননি তিনি।

Tanjin Tisha : উষ্ণ রুপে তানজিন তিশা
Tanjin Tisha : উষ্ণ রুপে তানজিন তিশা


হাঙ্গামা/সানজানা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url