Sohel Rana : গুরুতর অসুস্থ; সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে কিংবদন্তিকে
Sohel Rana - সোহেল রানা |
গুরুতর অসুস্থ; সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে কিংবদন্তিকে
বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম পুরোধা কিংবদন্তি চিত্রনায়ক ও প্রযোজক সোহেল রানা দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ। মাঝে মধ্যে খানিকটা সুস্থতার দিকে এগোলেও ফের অসুস্থ হয়ে পড়ছেন তিনি। বার্ধক্যজনিত কারণে পুরোপুরিভাবে সুস্থ অবস্থায় পাওয়া যাচ্ছে না বাংলা সিনেমার এই অভিভাবককে। এবার তার চোখে নতুন করে জটিলতা দেখা দিয়েছে।
গত ২৫ অক্টোবর রাজধানি ঢাকার একটি হাসপাতালে এই কিংবদন্তির চোখের একটি অপারেশন করা হয়। এতে সুস্থতার বদলে উল্টো জটিলতায় পড়েছেন তিনি। আর সে কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে নেয়া হচ্ছে দেশের বাইরে। সোহেল রানার পরিবার তার চোখের আধুনিক চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে নির্মাতা-অভিনেতা মাশরুর পারভেজ।
মাসুদ পারভেজ ওরফে সোহেল রানার ছেলে মাশরুর বলেন, ‘‘ঢাকায় বাবার অপারেশনটা হয়েছে, সেটা সাকসেসফুল ছিলো না। বরং আরও জটিলতা দেখা দিয়েছে। এজন্য আমরা দ্রুত মাউন্ট এলিজাবেথে যোগাযোগ করি। ৩০ অক্টোবর আমরা সিঙ্গাপুরে যাচ্ছি। বাবার সঙ্গে আমি এবং মাও (জিনাত বেগম) যাবো। সবার কাছে দোয়া চাই।’’
ঢাকাই সিনেমার এই কিংবদন্তির চোখের অপারেশন সম্পর্কে মাশরুর জানান, সোহেল রানার চোখে যে সার্জারি করা হয়েছে সেটাকে বলা হয় ক্যাটারাক্ট সার্জারি। এর আগেও তার ডান চোখে একই সার্জারি হয় মাউন্ট এলিজাবেথে। তারই রুটিন সার্জারি হিসেবে এবার সেটি ঢাকায় করানো হয়। যদিও তাতে হিতে বিপরীত হয়েছে। এর আগে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ‘মাসুদ রানা’ খ্যাত এই নায়ক। সেখান থেকে সুস্থ হয়ে ৮ মাস ভালোই ছিলেন তিনি। এবার চোখে তৈরি হয়েছে নতুন জটিলতা।
উল্লেখ্য, ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়কদের একজন সোহেল রানা। ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধা এই নায়কের পুরো নাম মাসুদ পারভেজ সোহেল রানা। সিনেমায় তার পথচলা শুরু হয়েছিল প্রযোজক হিসেবে। তার অর্থায়নে ও উদ্যোগে নির্মিত হয়েছিল মুক্তিযুদ্ধের প্রথম পূর্ণাঙ্গ সিনেমা ‘ওরা ১১ জন’। ১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর বহু নন্দিত সিনেমায় অভিনয় করেছেন। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
হাঙ্গামা/ধ্রুব