Puja Chery : সাকিব খানের সঙ্গে প্রেমের কথা স্বিকার করলেন পূজা চেরি!
![]() |
সাকিব খানের সঙ্গে প্রেমের কথা স্বিকার করলেন পূজা চেরি! |
সাকিব খানের সঙ্গে প্রেমের কথা স্বিকার করলেন পূজা চেরি!
ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আসার সাথে সাথে আরেকটি গুঞ্জনে সরগরম হয়ে ওঠে সিনেমাপাড়া। যা হলো উঠতি নায়িকা পূজা চেরির সঙ্গে শাকিব খানের প্রেমের সম্পর্ক। শুরুতে এ বিষয়ে মুখ না খোলায় ও নিজেকে আড়াল করে ফেলায় সে গুঞ্জনের আগুন আরো ধাউ ধাউ করে জ্বলতে শুরু করে। এরমধ্যে পূজার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ও ভিসাপ্রাপ্তির খবরে যেন সেই আগুনে ঘি পড়েছে। তবে এবার আড়াল ভেঙ্গে প্রকাশ্যে এসে মুখ খুললেন তিনি। স্বিকার করলেন শাকিব খানের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা।
চলমান গুঞ্জন নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে দীর্ঘ আলাপ হয় পূজা চেরির। সে আলাপে কিছুটা অভিমান ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। পূজা বলেছেন, ‘‘আমি যখনই যার সঙ্গে কাজ করেছি তখনই তার সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সিয়াম, আদ্রিত এদের সঙ্গে পর্দায় রোমান্টিক দৃশ্যে অভিনয় করেছি। অনেকে সেটাকেও বাস্তবের রোমাঞ্চ বলে বেড়িয়েছেন। এমনও শুনেছি, আমি নাকি সিয়ামের বিয়ের দিন ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছি! কিন্তু বিষয়টি কি সত্যি হয়েছে? এমন তো না আমি অনেক কাজ করে ফেলেছি, আমার ক্যারিয়ার এখন নেই। তাই প্রেম, বিয়েশাদি করে চলে যাব।’’
শাকিব খানের সঙ্গে সত্যিই কি প্রেম চলছে? এমন প্রশ্নের উত্তরে কিছুটা কূটনৈতিক ভাষায় জবাব দিলেন পূজা। তিনি বলেন, ‘‘মিথ্যা বলব না, প্রেম আমি তার সঙ্গে করেছি; তবে সেটা চরিত্রের জন্য, সিনেমার জন্য।’’ সাথে গুঞ্জনকারীদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘‘আমি যে শাকিব খানের সঙ্গে প্রেম করছি, কেউ কি দেখেছেন? কেউ কি দেখেছেন, আমি ও শাকিব খান একসঙ্গে কোনো রেস্তোরাঁয় বসে খাচ্ছি বা হাত ধরে আমরা হাঁটছি?’’
যদি শাকিব খানের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই থাকে তাহলে এসব কে রটাচ্ছে? আর কেনই বা রটাচ্ছে? এমন প্রশ্নের উত্তরে পূজা একটু ক্ষোভের সুরে বলেন, ‘‘দেখুন, আমি সাড়ে চার বছর একটা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছি। ওই প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর থেকেই আমাকে নিয়ে এসব গুজব ছড়ানো হচ্ছে। করতে থাকুক। এখন কিছু আর বলব না। আমার ধৈর্যের সীমা অতিক্রম করলে তখন মুখ খুলব।’’
যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রসঙ্গ ও বর্তমান ব্যস্ততা নিয়ে তিনি আরো বলেন, আপাতত সারদীয় দূর্গা পূজা নিয়েই ব্যস্ত আছি। আমার দেশের বাড়ি খুলনায়। ছোটবেলায় পূজার সময়টাতে সেখানে যেতাম। এখন পূজাতে ঢাকাতেই থাকি। এ বছর তো পূজোতেও স্বস্তিতে নেই আমি। আগামী ১৩ অক্টোবর নিউইয়র্কে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছি। সেখানে পারফর্ম করার কথা রয়েছে। তার জন্য প্রস্তুতিও নিচ্ছি।
হাঙ্গামা/সানজানা