Damal : হাউজফুল ‘দামাল’

হাউজফুল ‘দামাল’
হাউজফুল ‘দামাল’

হাউজফুল ‘দামাল’


গত ঈদে দেশব্যাপি মুক্তি পেয়েছিলো বর্তমান সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফীর সিনেমা ‘পরাণ’। সেসময় থেকেই সেনিমাপ্রেমী দর্শকরা অধির আগ্রহে অপেক্ষা করেছিলেন এই নির্মাতার নতুন সিনেমা ‘দামাল’র জন্য। অবশেষে অপেক্ষার অবসান হলো। ২৮ অক্টোবর (শুক্রবার) বড় পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। 

মুক্তির আগে থেকেই বিভিন্ন মাধ্যমে লক্ষ করা গেছে প্রায় সবশ্রেণির দর্শকই ছবিটি দেখার জন্য মুখিয়ে ছিলেন। তাদের এই অতি আগ্রহের কারণে তৈরি হয়েছিলো আশঙ্কাও। অনেকেই ধারণা করেছিলেন দর্শকের এই অতিমাত্রার আগাম আগ্রহ দেখানো সিনেমাটির জন্য হিতে বিপরীত ঘটতে পারে। অনেকের মনে প্রশ্ন ছিলো, সিনেমাটি শেষ পর্যন্ত ব্যবসা করতে পারবেতো? ঠিকঠাক আসর জমআতে পারবেন তো রাফী? তাদের সব আশঙ্কা যেনে ভেস্তে গেলো মুক্তির প্রথম দিনেই।

এদিন প্রায় প্রত্যেকটি সিনেমাহলের সবগুলো শো'ই হাউজফুল হয়েছে। সরেজমিনে দেখা গেছে, অনেক দর্শক পছন্দ অনুযায়ী শোয়ের টিকিট কাটতে পারেননি। তাই বাধ্য হয়ে পরবর্তী শোয়ের টিকিট কেটে সিনেমা দেখার অপেক্ষায় দাড়িয়ে ছিলেন পুরো তিন ঘন্টা। এদিন সকাল থেকে রাজধানীর মধুমিতা, স্টার সিনেপ্লেক্স ও সনি সিনেমা হল ঘুরে আলাপ হয় দর্শকদের সঙ্গে। তারা জানান, চলতি বছরের সেরা ছবি ‘দামাল’! আবার কেউ কেউ বলছেন, মুক্তিযুদ্ধ এবং ফুটবল দুটি বিষয়কে পর্দায় ঠিকভাবে জমিয়ে তোলা হয়েছে। যা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ উতরে ঠিকঠাক মুন্সিয়ানা দেখিয়েছেন রায়হান রাফী! 

বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে দুপুরের শো-তে দামাল দেখে বের হওয়া কয়েকজন দর্শক বলেন, ‘পরাণ’ ও ‘হাওয়া’র মতো ‘দামাল’ হবে লম্বা রেসের ঘোড়া। তারা মনে করেন, চলতি বছরের বাকি দুই মাস হলে হলে চলবে ‘দামাল’। সিনেমা হলগুলোতে নারী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সেইসঙ্গে দেখা যায়, শুক্রবার দুপুরের শো থেকে দলে দলে দর্শকরা পরিবার নিয়ে ছবি দেখতে আসছেন।

‘দামাল’ মুক্তির পর দর্শকের কাছ থেকে দারুণ সব রিভিউ চোখে পড়ছে অনলাইন মাধ্যমে। ঢাকার বাইরের যেসব হলে চলছে, সবখান থেকে ইতিবাচক সাড়া মিলছে। চট্টগ্রাম, রংপুর, বগুড়া থেকে একাধিক দর্শক জানায়, এক কথায় দুর্দান্ত ও উপভোগ্য ছবি ‘দামাল’! তারা জানিয়েছে, মুক্তির প্রথমদিনে অনেকেই টিকিট না পেয়ে ফিরে গেছেন। 

এর আগে পরিচালক রাফী বলছিলেন, তার সেরা ছবি এটি। অনেক দর্শকও ছবি দেখে সহমত পোষণ করেছেন। সেই সঙ্গে দর্শক সিয়াম, মিম, রাজের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন। ‘দামাল’ ছবির কেন্দ্রবিন্দুতে সিয়াম এবং শরিফুল রাজকে পাওয়া গেছে। সেইসঙ্গে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমও ছিলেন দুর্দান্ত। তাদের সঙ্গে ইন্তেখাব দিনার, রাশেদ অপু, শাহনাজ সুমি, সুমিত প্রত্যেকেই ছিলেন দারুণ!

উল্লেখ্য, স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘দামাল’। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযুদ্ধের জন্য ব্যয় করেছে স্বাধীন বাংলা ফুটবল দল। যা বর্তমান প্রজন্মের অনেকের অজানা হলেও এটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি অংশ। সেসময়ের প্রেক্ষাপটে লেখা শিশু সাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে এ সিনেমাটি। যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন রায়হান রাফি ও নাজিম উদ দৌলা।

হাঙ্গামা/ধ্রুব
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url