Damal : আগুন লাগালো ‘দামাল’!
আগুন লাগালো ‘দামাল’! |
আগুন লাগালো ‘দামাল’!
আসছে ২৮ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে বর্তমান সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফীর নতুন চলচ্চিত্র ‘দামাল’। এ সিনেমা মুক্তির আগেই ব্যতিক্রমি প্রচারণার মাধ্যমে রয়েছে আলোচনায়। একের পর এক ধামাকা দেখিয়ে যাচ্ছে এ সিনেমার সংশ্লিষ্টরা। কখনো রাজনৈতিক অনুষ্ঠানের মধ্যে ঢুকে যাচ্ছেন, আবার কখনো স্টেডিয়ামে ফুটবল নিয়ে টুর্নামেন্ট খেলতে নেমে যাচ্ছেন ‘দামাল’ সিনেমার অভিনয়শিল্পী ও কলাকুশলিরা।
তাদের এমন প্রচারণায় সিনেমাপ্রেমিদের আগ্রহের তালিকায় রয়েছে ‘দামাল’। তারা অপেক্ষা করছেন ফুটবল কেন্দ্রিক এ চলচ্চিত্রের। মুক্তির আগেই আলোচনায় থাকা এই সিনেমা এবার আগুন লাগালো! ২৫ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় মুক্তি দেয়া হয় এ সিনেমার জন্য নির্মিত একটি গান। দেশের জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড ‘ক্রিপটিক ফেট’-এর গায়ক সাকিব চৌধুরী ও গায়িকা ফাতিমা তুয্ যাহরা ঐশীর গাওয়া এ গান যেনো রিতীমতো আগুন লাগিয়েছে পর্দায়।
এই আগুনের পূর্বাভাস অবশ্য এ সিনেমার পরিচালক রায়হান রাফী আগেই দিয়েছেন। একই দিনে সামাজিক মাধ্যমে এ গানের একটি পোস্টার শেয়ার করেছেন তিনি। তার ক্যাপশনে রাফী লিখেছেন, ‘‘এমন কিছু এর আগে দেখেনি কেউ! পর্দায় আগুন লাগবে আজ সন্ধ্যা ৭টায়! আপনি রেডি তো?’’
‘চোখ ভরা ঐ স্বপ্ন নিয়ে কীসের ভয় আর কীসের বাঁধা/মাঠেই যদি নামবে তবে গায়ে মাখো ধুলো কাদা’-এমনই কথামালায় সাজানো হয়েছে ‘দামাল’ সিনেমার প্রচারণামূলক এ গানটি। রাসেল মাহমুদের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি।
স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘দামাল’। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযুদ্ধের জন্য ব্যয় করেছে স্বাধীন বাংলা ফুটবল দল। যা বর্তমান প্রজন্মের অনেকের অজানা হলেও এটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি অংশ।
সেসময়ের প্রেক্ষাপটে লেখা শিশু সাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে এ সিনেমাটি। রায়হান রাফি ও নাজিম উদ দৌলার যৌথ চিত্রনাট্যের এ চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজা প্রমুখ।
হাঙ্গামা/ধ্রুব