ShwetaTiwari : “বিয়েতে আর বিশ্বাস নেই”
Shweta Tiwari - শ্বেতা তিওয়ারী |
“বিয়েতে আর বিশ্বাস নেই”
ভারতের ছোটপর্দার জনপ্রিয় মুখ শ্বেতা তিওয়ারি। আলোচিত টেলিভিশন রিয়্যালিটি শো ‘বিগ বস’র চতুর্থ সিজনে বিজয়ী হয়ে পরিচিতি পান তিনি। এরপর একের পর এক হিন্দি সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন এই অভিনেত্রী।
অভিনয় ক্যারিয়ারে পা রেখেই শ্বেতা বসেছেন বিয়ের পিড়িতে। তবে একবার নয়, দুই দুই বার বিয়ে করে সংসার পেতেছিলেন এই অভিনেত্রী। কিন্তু একটি সংসারও টেকেনি তার। এতে বিয়ের প্রতি মন উঠে গেছে শ্বেতার। তার দুই সংসারে রয়েছে দুটি সন্তান। মেয়ে পলক এবং ছেলে রেয়াংসকে নিয়েই এখন থাকতে চান তিনি।
দীর্ঘ সময় ধরেই সিঙ্গেল মাদার হিসেবে জীবন কাটাচ্ছেন এই অভিনেত্রী। পর্দায় সফল হলেও ব্যক্তিগত জীবন একদম এলোমেলো। সম্প্রতি হাঙ্গামা২৪-এ দেয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের উথান পতন নিয়ে কথা বলেছেন তিনি।
সাক্ষাৎকারে শ্বেতা বলেন, “সত্যি বলতে সিঙ্গেল মাদার হিসেবে জীবন যাত্রা খুবই কঠিন। অনেকটা দুদিকে ধারালো তলোয়ারের মতো। দুটি ব্যর্থ বিয়ের জন্য অনেকেই আমার সমালোচনা করেন। অনেকেই আছেন, যারা তিন বা চারটে বিয়ে করেছেন কিন্তু লাইমলাইটে না থাকায় তাদের নিয়ে কেউ আলোচনা করে না। তাই যতটা ইতিবাচক দেখা যায়, বলতে পারো ততটা নেতিবাচকও। মানুষ তারকাদের বেশি দোষ দেয়।”
তিনি আরো বলেন, “আমি কখনই কাজ বন্ধ করিনি এবং আমি আর্থিকভাবে স্বাধীন। আমার নিজের যত্ন নেওয়ার জন্য টাকা আছে এবং বেঁচে থাকার জন্য আমাকে আমার স্বামী বা সঙ্গীর কাছে যেতে হবে না। আমি স্বাধীন বলেই আমার সিদ্ধান্ত নিতে পেরেছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমি একজন কর্মঠ নারী।”
শ্বেতা স্পষ্ট ভাষায় জানান, “আমি প্রথম সংসারটা বাঁচানোর অনেক চেষ্টা করেছি। কারণ আমার বেড়ে ওঠার শিক্ষাটা তেমনই ছিল। কিন্তু দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে সেই সময়টা নষ্ট করিনি। আমি বুঝতে পেরেছিলাম, যতটা তিক্ত হওয়ার হয়ে গিয়েছে, যতই বাঁচানোর চেষ্টা করি না কেন এটা টিকবে না। তাই বিয়ে নামক প্রতিষ্ঠানে আর বিশ্বাস নেই আমার।”
অভিনয় ক্যারিয়ারের শুরুতে রাজা চৌধুরীকে বিয়ে করেন শ্বেতা। ২০০৭ সালে বিচ্ছেদ হয় তাদের। এ সংসারে জন্ম নেয় তাদের মেয়ে পলক। এরপর ২০১৩ সালে অভিনব কোহলির সঙ্গে আবদ্ধ হন তিনি। ২০১৯ সালে ভেঙ্গে যায় এই সংসারও। তাদের সংসারে এসেছে একটি পুত্র সন্তান। যার নাম রেয়াংস। ছেলে ও মেয়েকে নিয়েই বাকীটা জীবন কাটাতে চান শ্বেতা।
হাঙ্গামা/অভিজিৎ