Sadika Parvin Popy : চিত্রনায়িকা পপি এখন কোথায়?
চিত্রনায়িকা পপি এখন কোথায়? |
চিত্রনায়িকা পপি এখন কোথায়?
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। নব্বই দশকের শেষের দিকে ‘কুলি’ সিনেমার মাধ্যমে পা রাখেন চলচ্চিত্রে। তার এই অভিষেক সিনেমা বাম্পার হিট হওয়ায় আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর একের পর এক চলচ্চিত্রে কাজ করে গেছেন এই অভিনেত্রী।
আজ ১০ সেপ্টেম্বর ‘বস্তির রানী সুরাইয়া’ খ্যাত এই অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনেও কোথাও খোজ মেলেনি তার। তাই প্রশ্ন উঠেছে চিত্রনায়িকা পপি এখন কোথায়?
গত দুই বছর ধরেই আড়ালে রয়েছেন এই নায়িকা। এমনকি বেশকিছু সিনেমা হাতে থাকা সত্ত্বেও সেগুলো সম্পূর্ণ করেননি তিনি। কাজগুলো অসমাপ্ত রেখে কাউকে কিছু না জানিয়েই গা ঢাকা দিয়েছেন পপি। এ সময় সিনেমা পাড়ায় তার বিয়ে ও সন্তান প্রসবের গুঞ্জন ওঠে। যদিও সেসবের সত্য মিথ্যা এখনাব্দি কিছুই জানা যায়নি।
বেশকিছু গণমাধ্যমেও এসেছিলো পপির উধাও হওয়ার সংবাদ। তখন সামনে আসেননি তিনি। তবে চলতি বছরের শুরুতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সময় একটি ভিডিও বার্তা পাঠান সংবাদ্মাধ্যমে। সেই বার্তায় তিনি জায়েদ খানের দিকে ইঙ্গিত করে তাকে হত্যার হুমকির অভিযোগ তোলেন। আর কখনো এফডিসিতে ফিরবেন না বলেও জানিয়েছেন লাস্যময়ী এই নায়িকা। এরপর আবারো আড়ালে চলে যান তিনি।
পপি এখন কোথায় আছেন? এমন প্রশ্ন করা হয়েছে তার বাবা আমির হোসেনের নিকট। উত্তরে তিনি হাঙ্গামা২৪-কে বলেন, “পপি এখন ঢাকায় আছে, ভালো আছে। তাকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।” তবে হঠাৎ করে পপির উধাও হয়ে যাওয়ার কারণ কি? তার উত্তর জানেননা নায়িকার বাবাও।
এদিকে, বিপাকে রয়েছেন পপি অভিনীত বেশ কয়েকটি সিনেমার নির্মাতারা। এর কোনোটির শুটিং শেষ হলেও ডাবিং করেননি। আবার কয়েকটির শ্যুটিংও রয়েছে অসমাপ্ত। এরমধ্যে রাজু আলীম ও মাসুমা তানির ‘ভালোবাসার প্রজাপতি’ ও আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমা দুটি অন্যতম। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে অভিনয়ে পা রাখলেও এর মধ্যেই দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন পপি। অল্প সময়েই তারকা বনে যাওয়া এই অভিনেত্রী তিনবার জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে ভূষিত হয়েছেন। তার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরষ্কার পাওয়া সিনেমাগুলো হলো ‘মেঘের কোলে রোদ, ‘কি যাদু করিলা, ‘গঙ্গাযাত্রা’।
হাঙ্গামা/ধ্রুব