Road Accident : রোড এক্সিডেন্টে মারা গেলেন জাহিদ হোসাইন

রোড এক্সিডেন্টে মারা গেলেন জাহিদ হোসাইন
রোড এক্সিডেন্টে মারা গেলেন জাহিদ হোসাইন

রোড এক্সিডেন্টে মারা গেলেন জাহিদ হোসাইন


মহামারি আকার ধারণ করেছে বাংলাদেশের সড়ক দূর্ঘটনা। মৃত্যুকুপে পরিণত হয়েছে দেশের রাস্তাগুলো। প্রতিদিন রাস্তায় বেড়িয়ে লাশ হয়ে ফিরছেন সাধারণ মানুষ। এবার যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ হারালেন বহুল পরিচিত সিনেমাটোগ্রাফার জাহিদ হোসাইন। ১৪ সেপ্টেম্বর (বুধবার) সকালে রোড এক্সিডেন্টের শিকার হয়ে মারা যান তিনি। এসময় তার সঙ্গে ভ্রমণসঙ্গী হিসেবে ছিলেন আরেক সিনেমাটোগ্রাফার নাঈম ফুয়াদ। তিনিও আহত হয়েছেন এ দূর্ঘটনায়।

মোটরসাইকেলে চড়ে কক্সবাজার যাচ্ছিলেন জাহিদ। এসময় চকরিয়ার বানিয়ারছড়ায় একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এই উদিয়মান তারকা সিনেমাটোগ্রাফারের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন আলোচিত নির্মাতা ভিকি জাহেদ। তিনি জানিয়েছেন, জাহিদ তার সঙ্গে দশটি নাটকে কাজ করেছেন। যার মধ্যে ‘ভুলজন্ম’, ‘জন্মদাগ’, ‘প্রায়শ্চিত্ত’, ‘চম্পা হাউজ’এর মতো দর্শক নন্দিত নাটকও রয়েছে।

জাহিদের মৃত্যুতে ভেঙ্গে পড়েছেন ভিকি জাহেদ। কান্নারত কন্ঠে তিনি বলেন, ‘‘জাহিদ ভাই অনেক ভালো একজন মানুষ ছিলেন। কিছুদিন পর আমাদের একসঙ্গে নতুন একটি কাজ করার কথা ছিল। তিনি এভাবে আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবেন, কখনো ভাবতেও পারিনি। তার একটি ছোট মেয়ে আছে, বাবা ছাড়া মেয়েটির কী হবে-ভাবতেই কষ্ট লাগছে।’’

জানা যায়, জাহিদ একজন ভ্রমণপ্রিয় মানুষ ছিলেন। প্রায়ই দল বেঁধে মোটরসাইকেল নিয়ে নানা জায়গায় ঘুরতে যেতেন তিনি। বেশকিছু মোটরসাইকেল ভ্রমণকারীদের গ্রুপের সঙ্গেও যুক্ত ছিলেন এই সিনেমাটোগ্রাফার। জাহিদ হোসাইনের নিয়মিত ভ্রমণসঙ্গীদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন রিয়াদ খান। তিনি হাঙ্গামা২৪কে বলেন, ‘‘একদিন আগেই জাহিদ ভাই আমাকে তার সঙ্গে কক্সবাজার যাওয়ার জন্য বলেছিলেন। কিন্তু আমি ব্যস্ত থাকায় এবার যাওয়া হয়নি। তিনি খুব ভালো মানুষ ছিলেন। আল্লাহ্‌ তাকে জান্নাত দান করুক।’’

হাঙ্গামা/ধ্রুব
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url