Nusrat Jahan : তিন অমুসলিমকে বিয়ে; প্রশ্নের মুখে নুসরাত
Nusrat Jahan - নুসরাত জাহান |
তিন অমুসলিমকে বিয়ে; প্রশ্নের মুখে নুসরাত
টালিউডের বহুল চর্চিত অভিনেত্রী নুসরাত জাহান। তিনি পশ্চিমবঙ্গের একজন সাংসদও বটে। বশিরহাটের সফল জনপ্রতিনিধি তিনি। তবে অভিনয় কিংবা রাজনীতি নিয়ে আলোচনায় না থাকলেও একাধিক বিয়ে ও সম্পর্কের কারণে নিয়মিতই বিতর্কের শীর্ষে থাকেন তিনি। ধর্মে মুসলমান হলেও এই নায়িকা এ পর্যন্ত তিনটি বিয়ে করেছেন, যারা সবাই অমুসলিম। অর্থাৎ সনাতন ধর্মের। আর এ নিয়েই পদে পদে প্রশ্নের সম্মুখিন হতে হয় তাকে।
বিতর্ক আর নুসরাত যেন সমান্তরাল। কেউই কাউকে যেন ছাড়তে পারছে না! মুসলিম হয়ে হিন্দু ধর্মাবলম্বীকে বিয়ে করা নিয়ে নিয়মিতই শুনতে হয় কটাক্ষ। এবার সেসব প্রসঙ্গে মুখ খুলেছেন নুসরাত। নিন্দুকের প্রশ্নের মোক্ষম জবাবও দিয়েছেন তিনি। যদি এবারের প্রশ্নের সুযোগটা তিনি নিজেই তৈরি করে দিয়েছিলেন।
১১ সেপ্টেম্বর রাতে ইনস্টাগ্রামে ভক্তদের সাথে আড্ডা জমান টালিউডের এই অভিনেত্রী। সেখানে হ্যাশট্যাগে লিখেছিলেন, ‘আস্ক মি অ্যানিথিং’ অর্থাৎ ‘আমাকে যেকোনো কিছু জিজ্ঞেস করুন’। এমন সুযোগ হাতছাড়া করেননি নেটিজেনরাও। তারা খুটিয়ে খুটিয়ে প্রশ্ন করেছেন নুসরাতকে। তাদের মধ্যেই এক নেটিজেন প্রশ্ন করেন, নুসরাত সবসময় কেন অমুসলিমদেরকেই বিয়ে করেন? মুসলিম কোনো পুরুষই কি তার স্বামী হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি?
এমন প্রশ্নে নুসরাত চটে যান। রাগে তার মাথায় আগুন ধরে যায়। তিনি ঐ প্রশ্নকারীকে উদ্দেশ্য করে বলেন, ‘‘তুমি কোন গ্রহের প্রাণী? কোন জগতে বাস করো, তুমি কি মানুষ?’’ তার এমন উত্তরে স্পষ্টই বোঝা যায়, এমন প্রশ্নে খেপেছেন এই সাংসদ অভিনেত্রী। এরপর অবশ্য বেশিক্ষন আর আড্ডায় থাকেননি নুসরাত।
প্রসঙ্গত, ২০১৪ সালে দিকে প্রথমবার ভিক্টর ঘোষ নামে একজনকে বিয়ে করেছিলেন নুসরাত। ২০১৯ সালে আদালতে তাদের বিচ্ছেদ হয়। প্রথমে কেউ এ বিয়ের কথা না জানলেও বিচ্ছেদের কারণে তা সামনে আসে। ভিক্টরের স্ত্রী থাকাকালীনই দিল্লির ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছিলেন এই অভিনেত্রী। সেই পরকীয়া প্রেম রুপ নেয় ভালোবাসায়। অতঃপর ২০১৯ সালে তুরস্কে গিয়ে ধুমধাম করে বিয়ে করেন তারা।
কিন্তু এ সংসারেও স্থায়ী হলেন নুসরাত। নিখিলের সঙ্গে আবদ্ধ থাকা অবস্থাতেই কলকাতার অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে গোপন সম্পর্কে জড়ান এই নায়িকা। সবার আড়ালে তারা বিয়েও করেন এমনকি যশের সন্তানের মাও হয়েছেন তিনি। নুসরাতের ব্যক্তিজীবনের এই তিন স্বামীর তিনজনই হিন্দু ধর্মের অনুসারী।
হাঙ্গামা/প্রিয়াঙ্কা