Dighi : দীঘি আবারও...

Dighi - প্রার্থনা ফারদিন দীঘি
Dighi - প্রার্থনা ফারদিন দীঘি

দীঘি আবারও...


ঢাকাই সিনেমার আলোচিত মুখ প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা অর্জন করে নাম লিখিয়েছেন নায়িকার খাতায়। বড় পর্দায় নায়িকা হিসেবে তেমন সুবিধা করতে না পারলেও একটি ওয়েব ফিল্মে প্রশংসিত হয়েছে তার অভিনয়। সুমন ধর নির্মিত ‘শেষ চিঠি’ নামের ওয়েব ফিল্মটি মুক্তি পাওয়ার পর থেকেই নতুন করে আলোচনায় এসেছেন দীঘি।

সেই ধারাবাহিকতায় আবারো ওটিটিতে নাম লেখালেন এই নায়িকা। এবারের ওয়েব ফিকশনটির নাম ‘তাম্মি’। এটি নির্মাণ করেছেন ভুঁইয়্যা মাহিয়্যা মাহমুদা। এই ফিল্মে দীঘির বিপরিতে দেখা যাবে তরুণ অভিনেতা মাসুম রেজওয়ানকে। মাসুম এর আগে রহস্য, থ্রিলার আর সাসপেন্সে ঘেরা পারিবারিক ড্রামা ‘নিখোঁজ’ সিরিজে অভিনয় করেছেন। এটি নির্মাণ করেছিলেন রেহান রহমান। 

‘তাম্মি’ নামের ওয়েব ফিল্মটিতে মাসুম অভিনয় করেছেন ‘অয়ন’ চরিত্রে। আর দীঘিকে পাওয়া যাবে নাম ভূমিকায়। এছাড়া আরো অভিনয় করেছেন সৌমিক বাগচী, নিজাম উদ্দিন তামুর, শুভ্র সোরখেল প্রমুখ। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধলেন দীঘি-মাসুম।

নতুন এই ওয়েব ফিল্মে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে মাসুম রেজওয়ান বলেন, ‘‘দীঘির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। সহশিল্পী হিসেবে খুবই সাপোর্টিভ। একবারও মনে হয়নি দুজনে একসঙ্গে প্রথম কাজ করছি। আমি আমার সর্বচ্চ দিয়ে চেষ্টা করেছি চরিত্রকে ফোটানোর। আশা করি দর্শকের অনেক ভালো লাগবে।’’

জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জয়ী অভিনেত্রী দীঘি বলেন, ‘‘ডিরেক্টর ও ডিওপি দুজনেই নারী। তাই তাম্মি চরিত্রটি ফুটিয়ে তোলাটা আমার জন্য সহজ হয়েছে। সেরা কাজটার জন্য সর্বোচ্চ এফোর্ট দিয়েছেন তাঁরা। আমিও চেষ্টা করেছি তাদের চাহিদা মতো নিজেকে উপস্তাপনের।’’

নির্মাতা মাহিয়্যা মাহমুদ ও দীঘির প্রশংসা করলেন। তিনি বলেন, ‘‘এটা আমার প্রথম পরিচালনা। তাম্মি চরিত্রটির বয়স, লুক, অভিনয় সব মিলিয়ে দীঘিকে পারফেক্ট মনে হয়েছে। তাই তাকে নিয়েছি। সেও হতাশ করেনি। দারুণ করেছে দীঘি।’’

গত১২ সেপ্টেম্বর রাজধানীর উত্তরায় শেষ হয়েছে ‘তাম্মি’ ওয়েব ফিল্মের শুটিং। এর গল্পে মানসিকভাবে বিপর্যস্ত একটি মেয়েকে দেখা যাবে। বিভিন্ন ঘাত প্রতিঘাতে সংগ্রাম করে জীবনকে এগিয়ে নিয়ে যাবে সে। এমনই গল্পে নির্মিত হয়েছে ওয়েব সিনেমাটি। জানা গেছে, আগামী অক্টোবরে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেয়া হবে সিনেমাটি।

হাঙ্গামা/ধ্রুব
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url