Bidya Sinha Saha Mim : মিমের দখলে প্রেমের শহর!

মিমের দখলে প্রেমের শহর!
মিমের দখলে প্রেমের শহর!

মিমের দখলে প্রেমের শহর!


পৃথিবীর ভালোবাসাপূর্ণ রোমান্টিক শহরের প্রশ্ন উঠণে যে নামটি সামনে আসে তা হলো প্যারিস। সেন নদীর তীরে অবস্থিত ফ্রান্সের এই রাজধানী শহরটি পৃথিবীর অদ্বিতীয় সাজনো গোছানো শহর। এর পরিবেশ, বৈচিত্রপূর্ণ প্রকৃতিতে প্রেমে পড়েন নি এমন মানুষ খুজে পাওয়া মুশকিল। তাছাড়া সেন নদীর উপরে অধিকাংশ ব্রিজের রেলিংয়ে ‘লাভ প্যাডলক’ নামে তালা ঝুলানোর রীতি এ শহরকে এনে দিয়েছে ভালোবাসার শহরের খ্যাতি। এবার এই প্রেমের শহর দখলে নিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম!

গেলো কোরবানির ঈদে মুক্তি পেয়েছে মিম অভিনীত চলচ্চিত্র ‘পরাণ’। যার জয়জয়কার এখনো চলমান। তরুণ নির্মাতা রায়হান রাফী পরিচালিত এই সিনেমা এরমধ্যেই বাংলাদেশ পেড়িয়ে পা রেখেছে বিদেশের মাটিতে। শুধু পা'ই রাখেনি, বলতে গেলে জয় করে নিয়েছে সেখানকার দর্শকদের হৃদয়। গত ১২ আগষ্ট অস্ট্রেলিয়ায় মুক্তি পায় সিনেমাটি। সেখানকার পরিবেশক সূত্রে জানা যায়, ‘পরাণ’ মুক্তি পাওয়ার আগেই নির্ধারিত সবগুলো শোয়ের টিকিট শেষ হয়ে যায়। দেশের বাইরে রাজত্ব করা বাংলাদেশি সিনেমার মধ্যে এটি অনন্য নজির তৈরি করেছে।

সেই ধারাবাহিকতায় এবার ফ্রান্সের প্যারিসে মুক্তি পেতে যাচ্ছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমা। সেখানে প্রধান দুটি প্রেক্ষাগৃহে দেখানো হবে ‘পরাণ’।  ৯ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে সেখানকার ‘পাতে দ্য লা ভিলেত’ সিনেমা হলে এটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। ১০, ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর ‘পাতে দ্য লা’ এবং ‘ভিলেত গ্যঁমো সাঁ দনি’ হলের পর্দায় দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে। 

‘দেশি এন্টারটেইনমেন্ট’ নামের একটি প্রতিষ্ঠান প্যারিসে সিনেমাটি পরিবেশনের দায়িত্বে রয়েছেন। তারা জানিয়েছেন এরমধ্যেই বেশ কয়েকটি শোয়ের অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। আগ্রহী দর্শকরা অনলাইনে কিনে নিচ্ছেন ‘পরাণ’-এর টিকিট। এদিকে, প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলোজিস জানিয়েছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাবে বাংলাদেশের ব্লকবাস্টার হিট এ সিনেমাটি।

উল্লেখ্য, ‘পরাণ’ চলচ্চিত্রে বিদ্যা সিনহা মিমের বিপরীতে অভিনয় করেছেন শরিফুল রাজ ও ইয়াশ রোহান। এছাড়াও আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, শিল্পী সরকার অপু, রাশেদ মামুন অপু প্রমুখ।

হাঙ্গামা/ধ্রুব
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url