Ashna Habib Bhabna : খোলামেলা ভাবনা; কুরুচিপূর্ণ আক্রমনের শিকার
Ashna Habib Bhabna - আশনা হাবিব ভাবনা |
খোলামেলা ভাবনা; কুরুচিপূর্ণ আক্রমনের শিকার
বাংলাদেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ আশনা হাবিব ভাবনা। একসময় ছোট পর্দায় চোখ রাখলেই নিয়মিত দেখা যেতো তাকে। বড় পর্দায় নাম লেখানোর পর দুই মাধ্যমেই অনিয়মিত হয়ে পড়েছেন এই অভিনেত্রী। পর্দায় তা না পাওয়া গেলেও সামাজিক মাধ্যমে সরব তিনি। প্রাত্যহিক জীবনের প্রায় সকল মুহুর্তই শেয়ার করেন নেটাগরিকদের সঙ্গে। নিয়মিতই নিজের আকর্ষনীয় ছবি পোষ্ট করেন ‘ভয়ংকর সুন্দরী’ এই নায়িকা।
প্রতিনিয়তই সাইবার দুনিয়ায় নোংরা আক্রমনের শিকার হন ভাবনা। এ নিয়ে প্রতিবাদও জানান তিনি। বিভিন্ন সময় সাইবার বুলিংয়ের বিরুদ্ধে শক্ত আওয়াজ তুলতে দেখা গেছে অভিনেত্রীকে। কিন্তু এতেই থামছে দুষ্টু স্বভাবের নেটিজেনরা। তারা তাদের বিকৃত চিন্তার ছাপ রেখে যাচ্ছেন ভাবনার পোষ্ট করা ছবির মন্তব্যের ঘরে। সম্প্রতি ইনস্টাগ্রাম ঘেটে তেমন চিত্রই দেখা গেল।
চলমান বৃষ্টিপূর্ণ বৈরি পরিবেশে নিজের কিছু স্থিরচিত্র প্রকাশ করেছেন ভাবনা। সেখানে তাকে অনেকটা খোলামেলা রুপেই দেখা গেছে। তার পিঠ খোলা, বুক চেরা পোশাকে উষ্ণতা যেনো চুইয়ে চুইয়ে পরছে। উর্ধ্বাঙ্গে লাল রঙের একটি স্লিভলেস পোশাকে আবৃত করলেও, নিম্নাঙ্গে কোনো পোশাক দেখা যায়নি। এমন কয়েকটি ছবি পোস্ট করার পর অনেক ভক্ত-অনুরাগীর প্রশংসায় ভাসছেন ভাবনা। পাশাপাশি নোংরা মানসিকতার নেটিজেনদের কুরুচিপূর্ণ মন্তব্যের আক্রমণও সইতে হচ্ছে তাকে।
ভাবনার ছবির কমেন্ট বক্সের অনেক মন্তব্যই প্রকাশের অযোগ্য। সেখানে বিপু আহমেদ নামের একজন লিখেছেন, ‘‘শরীর দেখানোর কিস্তি কয়টা শেষ হলো ভাবনা লিওনি?’’ শরীফ আজমীর নামের আরেকজন লিখেছেন, ‘‘যেমন পরিবার তেমন শিক্ষা।’’ আরেকজন লিখেছেন, ‘গরীবের উরফি জাবেদ।’ পাপান নামে একজন লিখেছেন, ‘তোমাকে চিড়িয়াখানায় রাখা দরকার ছিল।’ আবার কিছু অদ্ভুত স্বভাবের নেটাগরিককে তার ছবির নিচে অপ্রাসঙ্গিকভাবে ধর্ম প্রচার করতেও দেখা গেছে।
অভিনয়ের পাশাপাশি ছবি আঁকায়ও বেশ পারদর্শী ভাবনা। সময় পেলেই রং-তুলি নিয়ে বসে যান চিন্তার দৃশ্যকে ফুটিয়ে তোলার জন্য। কিছু দিন আগে মুক্তি পেয়েছিলো তার অভিনীত ‘লাল মোরগের ঝুঁটি’ নামের একটি সিনেমা। নূরুল আলম আতিক পরিচালিত এই সিনেমাটিই তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। সম্প্রতি শুদ্ধমান চৈতন পরিচালিত ‘দামপাড়া’ সিনেমার শুটিং শেষ করেছেন ভাবনা।
হাঙ্গামা/অর্নব