Urfi Javed : ব্ল্যাকমেইল করে ‘অনৈতিক’ প্রস্তাব

Urfi Javed : ব্ল্যাকমেইল করে ‘অনৈতিক’ প্রস্তাব
Urfi Javed : ব্ল্যাকমেইল করে ‘অনৈতিক’ প্রস্তাব

ব্ল্যাকমেইল করে ‘অনৈতিক’ প্রস্তাব


বলিউডের আলোচিত মডেল ও অভিনেত্রী উরফি জাভেদ। বরাবরই থাকেন সংবাদের শিরোনামে। তবে তা কাজের মাধ্যমে নয়। উদ্ভট পোশাক পরিচ্ছদ ও খোলামেলা হয়ে ফটোশুটের কারনে নিয়মিত চর্চায় থাকেন তিনি। বেশিরভাগ সময়ই প্রশংসার বদলে নিন্দাই কুড়োন এই অভিনেত্রী। কিন্তু সেসব একদম গায়ে না মেখে নিজেরইচ্ছাকেই প্রাধান্য দেন উড়ফি।

সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন ব্যক্তি জীবনের একটি সমস্যা নিয়ে। যা নিয়ে খুব চিন্তার ভেতর দিয়ে যাচ্ছেন তিনি। সে কথা প্রকাশ করতেই নেটদুনিয়ায় তাকে নিয়ে শুরু হয়েছে চর্চা। উড়ফি জানিয়েছেন, এক ব্যক্তি বেশ কিছুদিন ধরে তাকে খুব বিরক্ত করছে। এমনকি তাকে ব্ল্যাকমেইল করে অনৈতিক প্রস্তাবও দিচ্ছে। যদি সে প্রস্তাবে উড়ফি রাজি না হয়, তাহলে তাকে ধর্ষণ করা হবে বলেও হুমকি দিয়েছে সেই ব্যাক্তি।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেয়া দীর্ঘ এক পোস্টে এই সমস্যার কথা জানিয়েছেন উড়ফি জাভেদ। তিনি জানান, সপ্তাহ দুয়েক আগে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই পোস্টে উত্যক্তকারি ওই ব্যক্তির একটি ছবি ও তার সঙ্গে চ্যাটের স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি। 

ঐ পোস্টে উরফি লিখেছেন, ‘‘এই লোকটা আমাকে এতদিন ধরে সামাজিক মাধ্যমে বিরক্ত করছে। ২ বছর আগেও কেউ আমার ছবি টেম্পার করেছিল এবং শেয়ার করেছিল। তখনও আমি পুলিশের দ্বারস্থ হয়েছিলাম। খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল আমাকে। আমি তা নিয়ে ২ বছর আগে একটি পোস্টও করেছিলাম যা এখনও আমার প্রফাইলে রয়েছে। ওই ছবির বিনিময়ে ওই লোকটা আমাকে ভিডিওতে নোংরা কাজ করার জন্য ব্ল্যাকমেইল করছিল। ভয় দেখিয়েছিল নইলে সে ছবিগুলো বলিউডের কিছু পেজে দিয়ে দেবে ও আমার ক্যারিয়ার শেষ করে দেবে। হ্যাঁ, সে আমাকে ভার্চুয়াল্লি ধর্ষণের (হ্যাঁ, এটাকে তাই বলে) জন্য ব্ল্যাকমেইল করছিল।’’

তিনি আরও লেখেন, ‘‘এমন না শুধু এই লোকটার উপর আমি বিরক্ত। এর আগে গোরেগাঁও পুলিশের কাছে অভিযোগ করেছিলাম। ১৪ দিন হয়ে গেল কোনো স্টেপ নেওয়া হয়নি। আমি খুব আশাহত। মুম্বাই পুলিশের ব্যাপারে কত ভালো কথা শুনেছিলাম। কিন্তু এই লোকটার ওপর তাদের ব্যবহার আমাকে আশ্চর্য করেছে।’’

সর্বশেষে নারীদের সতর্ক করে উরফি লেখেন, ‘‘আপনাদের বলে দেই, এই লোকটা সমাজের জন্য ক্ষতিকারক। তার এভাবে খোলাখুলি বাঁচার অধিকার নেই। আমি জানি না পুলিশ এই লোকটার বিরুদ্ধে কী স্টেপ নেবে, তবে সবাইকে এটা বলে রাখি এই মানুষটা কিন্তু এখন পাঞ্জাবি ইন্ডাস্ট্রিতে খুল্লামখুল্লা কাজ করছে।’’

হাঙ্গামা/অভিজিৎ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url