Salman Muqtadir : ‘আমি এবং সংস্কৃতি দুটোই নষ্ট হয়ে গেছে’

‘আমি এবং সংস্কৃতি দুটোই নষ্ট হয়ে গেছে’
‘আমি এবং সংস্কৃতি দুটোই নষ্ট হয়ে গেছে’

‘আমি এবং সংস্কৃতি দুটোই নষ্ট হয়ে গেছে’


বাংলাদেশের সর্বপ্রথম পরিচিতি পাওয়া ইউটিউবার সালমান মুক্তাদির। এসেছেন অভিনয়েও। বেশ কিছু টেলিভিশন নাটকে অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছেন তিনি। কিন্তু এর চেয়েও বেশি ছিলেন সমালোচনা ও বিতর্কে। বিভিন্ন সময়ে বিভিন্ন কান্ড ঘটিয়ে চর্চায় ছিলেন এই ইউটিউবার। বিশেষ করে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭ খ্যাত জেসিয়া ইসলামের সঙ্গে প্রেমের সম্পর্ক ও তা ভেঙ্গে যাওয়ার পর বিষয়টি নিয়ে ব্যপক বিতর্ক হয়।

সামাজিক মাধ্যমে বেশ সরব সালমান। নিজের কাজের পাশাপাশি নানান ইস্যুতে খোলামেলা কথা বলেন তিনি। এবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে দাবি করলেন, তিনি এবং সংস্কৃতি দুটোই নষ্ট হয়ে গেছে। ২৯ আগস্ট (সোমবার) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনটি ছবি পোস্ট করেছেন তিনি। তার ক্যাপশনে সালমান মুক্তাদির লিখেছেন, ‘‘আমি আর বাংলাদেশের সংস্কৃতি একই জিনিস। দুটোই নষ্ট হয়ে গেছে।’’

সম্প্রতি নেট দুনিয়ায় এক ব্যক্তির ভিডিও ভাইরাল হয়েছে। তিনি নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে বলছেন, ১৯৭১ সালে তিনি যুদ্ধ করেছেন; তবে এখনও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি। সেই ভিডিওটি নিজের পেজে শেয়ার করেছেন সালমান মুক্তাদির। তার সাথে লিখেছেন, ‘‘যে দেশে একজন মুক্তিযোদ্ধাকে এখনও রিকশা চালাতে হয়, সেই দেশে কালচার না, হিউম্যানিটি ফোকাস করা বেশি জরুরি। কেউ কি আমাকে এই ভদ্রলোকের তথ্য দিয়ে সাহায্য করবেন? আমি তার কথায় মুগ্ধ। তার মধ্যে এত শক্তি এবং প্রজ্ঞা। মন্তব্যের ঘরে রাজনৈতিক শুয়োররা তাকে অসম্মান করার চেষ্টা করছে, যা খুবই বিব্রতকর। অকেজো মানুষ আর তাদের অপদার্থ সংস্কৃতিতে ভরা, কী ভয়ানক দেশ।’’

‘‘আমাদের সোসাইটিতে সেটাই সবচেয়ে বড় পাপ, যে পাপ সে নিজে করতে পারে না।’’ এমন কথা উল্লেখ করে এর আগেও একটি স্ট্যাটাস দিয়েছেন সালমান। সে পোস্টে তিনি লিখেছেন, ‘‘যে মদ খায়, তার কাছে শুয়োর হারাম। যে গায়ে হলুদে নাচবে, তার কাছে ক্লাবিং হারাম। যে মিথ্যা বলে, তার কাছে ঘুষ খাওয়া হারাম। যে সিগারেট খায়, তার কাছে সেক্স হারাম। যে অলস, তার কাছে বাইরে এন্টারটেইনমেন্ট হারাম। যে চুরি করে বিশাল টাকা কামিয়েছে, তার কাছে নেশা হারাম। যে বউ পিটায়, গালাগালি করে; তার কাছে ডিভোর্স হারাম। আমরা এক হারামের পেছনে হারামি লুকিয়ে এতদূর এসেছি। জাতি হিসেবে আমরা আরামপ্রিয় না হলেও ভালোই হারামপ্রিয়।’’

হাঙ্গামা/ধ্রুব
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url