Parambrata Chatterjee : ঢাকায় জিডি, আলোচনায় পরমব্রত

ঢাকায় জিডি, আলোচনায় পরমব্রত
ঢাকায় জিডি, আলোচনায় পরমব্রত

ঢাকায় জিডি, আলোচনায় পরমব্রত


কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি বাংলাদেশেও সমানতালে জনপ্রিয়তা অর্জন করেছেন। ভুবন মাঝি, ভয়ংঙ্কর সুন্দরসহ বেশকিছু ঢাকাই ছবিতে অভিনয় করেছেন তিনি। এছাড়া ঢাকায় নিজের পরিচালনায় একটি কাজের শ্যুটিংও করেছিলেন। সেই শ্যুটিংয়ের জন্য বাংলাদেশে এসে আইনি ঝামেলায় পরেছিলেন এই অভিনেতা।  

২০১৭ সালের পরমব্রতর বিরুদ্ধে ঢাকার বনানী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। অনুমতি না নিয়ে বাংলাদেশে শ্যুটিং করায় টিভিকেন্দ্রিক ১৩টি সংগঠনের জোট- ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) এই ডায়েরিটি করে। সেসময় এসব তথ্য তারাই জানিয়েছিল। সেই ঘটনা পাঁচ বছর পরে আবারো আলোচনায় এসেছে।

এমন ঘটনা প্রকাশ্যে আসলেও সবসময়ই বিষয়টি অস্বীকার করে আসছিলেন ডিরেক্টরস গিল্ডের তৎকালিন সভাপতি ও এফটিপিওর কার্যনির্বাহী সদস্য অভিনেতা-নির্মাতা গাজী রাকায়েত। সংবাদমাধ্যমে তিনি বলেছিলেন, ‍"পরমব্রত নয়; অনুমতি না নিয়ে বিদেশি শিল্পীদের কাজ করানোর চর্চায় পুরো সিস্টেমের বিরুদ্ধে জিডি করা হয়েছে।" 

এবার জিডির পাঁচ বছর পর সে বিষটিকে খোলাসা করল এফটিপিও সংগঠনটি। গত ২০ জুলাই  রাজধানীর নিকেতনে এফটিপিও অফিসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। সাংবাদিক সম্মেলনে এক লিখিত বক্তব্যের মাধ্যমে নিজের দেয়া পূর্বের বক্তব্যকেই নিশ্চিত করেছেন গাজী রাকায়েত।

লিখিত বক্তব্যে তিনি জানান, পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো জিডি করা হয়নি। সাধারণ ডায়েরিটি মিডিয়া ইনডিসিপ্লিনের বিরুদ্ধে করা হয়েছিলো। গাজি রাকায়েত লিখিত বক্তব্যে বলেন, ‘‘আমাদের দেশের কিছু ব্যবসায়ী ও প্রযোজক বেশ কয়েক বছর ধরেই বিদেশি শিল্পী কলাকুশলীদের পর্যটন ভিসায় এনে বিভিন্ন পেশাজীবী সংগঠনসমূহকে অবগত না করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই বিনা ওয়ার্ক পারমিটে অবৈধভাবে টেলিভিশন মাধ্যমে শুটিংসহ নানাবিধ কারিগর বিষয়ে কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।’’

‘‘পেশাজীবী সংগঠন ডিরেক্টরস গিল্ডের গঠনতন্ত্রে আছে বিদেশি কোনো পরিচালকের দেশে কাজ করতে হলে ১০০ ডলার চাঁদা প্রদান করে তাকে অস্থায়ী সদস্য পদ নিয়ে কাজ করানো যাবে। কিন্তু অস্থায়ী সদস্যপদ নেওয়ার জন্য অবগত করা হলেও তা না নিয়ে কাজ শুরু করে দেয় ক্যান্ডি প্রডাকশন লিমিটেড প্রযোজনা সংস্থা। পশ্চিমবঙ্গের স্বনামধন্য শিল্পী পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় একটি ধারাবাহিক কাহিনিচিত্র নির্মাণ করা হয় সে সময়। এর প্রেক্ষিতেই জিডিটি করা হয়েছিল।’’

কিন্তু এতোবছর পর হঠাৎ সেই জিডি নিয়ে আলোচনা কেন? এমন প্রশ্নের উত্তরে এফটিপিওর কার্যনির্বাহী সদস্য গাজী রাকায়েত বলেন, ‘‘জিডিটি হয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। কিন্তু কিছু গণমাধ্যম সরাসরি লিখেছিলো, ‘পরমব্রতর বিরুদ্ধে জিডি করা হয়েছে’। এটি নিয়ে বিগত বছরগুলোতে কলকাতা ও বাংলাদেশে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আমরা নানা প্রশ্নের মুখে পড়েছি। খবরটি ভুলভাবে আসায় কলকাতা শিল্পীরাও বাংলাদেশে এসে কাজ করতে শঙ্কাবোধ করছিলেন। বাংলাদেশের অনেক শিল্পীও ভারতে কাজ করতে গেলে প্রশ্নের মুখে পড়েন। এ জন্যই সংবাদ সম্মেলন করে বিষয়টি আবারও পরিষ্কার করলাম।’’

হাঙ্গামা/ধ্রুব
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url