Mim-Razz : সামান আলীর সঙ্গে মিম ও রাজ; লুঙ্গি পরেই দেখলেন ‘পরাণ’

সামান আলীর সঙ্গে মিম ও রাজ; লুঙ্গি পরেই দেখলেন ‘পরাণ’
সামান আলীর সঙ্গে মিম ও রাজ

সামান আলীর সঙ্গে মিম ও রাজ; লুঙ্গি পরেই দেখলেন ‘পরাণ’


গত ৩ আগষ্ট (বুধবার) একজন অজ্ঞাত বৃদ্ধ মিরপুরের সনি-স্টার সিনেপ্লেক্সে গিয়েছিলেন ঈদের আলোচিত সিনেমা ‘পরাণ’ দেখতে। কিন্তু সিনেপ্লেক্সের কাউন্টার থেকে তাকে দেওয়া হয়নি সিনেমার টিকিট। কারণ ছিলো তার পরনের লুঙ্গি। এমন তথ্যই জানিয়েছিলেন ভুক্তভোগি বৃদ্ধ। বুধবার সামাজিক মাধ্যমে ঐ বৃদ্ধের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে তিনি ভিডিও ধারণকারীকে জানান, তিনি লুঙ্গি পরায় কাউন্টার থেকে তার কাছে সিনেমার টিকিট বিক্রি করেনি।

এই ভিডিও ছড়িয়ে পড়লে তা দৃষ্টি কাড়ে পরাণ সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিমের। তিনি সেই ভিডিও শেয়ার করে ভুক্তভোগী বৃদ্ধের সাথে একসঙ্গে বসে সিনেমা দেখার ইচ্ছে প্রকাশ করেন। তিনি ফেসবুকে লিখেছিলেন, "এই বৃদ্ধ বাবার সন্ধান দিতে পারবেন কেউ? আমাকে শুধু ইনবক্সে তাঁর নাম্বার বা ঠিকানা ম্যানেজ করে দিন প্লিজ। আমি নিজে তাঁর সাথে বসে পরাণ দেখব। আমরা ছবিটা দেখব, বাবা-মেয়ে গল্প করব। আমাকে কেউ একটু যোগাড় করে দেন প্লিজ। হেল্প আস টু ফাইন্ড হিম। উনি লুঙ্গি পরেই পরাণ দেখবে আমার টিম সহ।"

এরপর এমন বৈষম্যমূলক ঘটনার জন্য স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ ক্ষমা প্রকাশ করে। তাদের প্রচেষ্টায় সেই বৃদ্ধকে খুজে পাওয়া যায়। ভুক্তভোগী ঐ বৃদ্ধের নাম সামান আলী সরকার। ০৪ আগষ্ট বৃহস্পতিবার তিনি লুঙ্গি পরেই পরিবারসহ মিরপুরের সনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে সন্ধ্যার শোয়ে 'পরাণ' দেখেন। সেই মুহূর্তের কিছু স্থিরচিত্র পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

এ বিষয়ে হাঙ্গামা চব্বিশকে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘‘আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিলো, সেটার সমাধান হয়েছে। সামান আলী পরিবার সহ সনি স্কয়ার সিনেমা হলে এসে ‘পরাণ’ সিনেমাটি দেখেছেন। তিনি খুশি হয়েছেন। ভবিষ্যতে এরকম ভুল বোঝাবুঝির অবকাশ নেই।’’

এদিকে বিদ্যা সিনহা মিম সামান আলী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুক পেজে। সেখানে তিনি লিখেছেন, ‘‘সামান আলি সরকার চাচার সাথে দেখা হলো। একদম সাদাসিধে একজন মানুষ, ভালো মনের মানুষ। পরাণ নিয়ে চাচার উচ্ছ্বাস আমাকে ছুঁয়ে গেছে। স্টার সিনেপ্লেক্সকে ধন্যবাদ ভুল বোঝাবুঝির এতটা দ্রুত অবসান করায়। পরাণ জনমানুষের সিনেমা। পরাণ নিয়ে সবার এত উচ্ছ্বাস, আবেগ- দেখতে ভীষণ ভালো লাগছে।’’

লুঙ্গি পরায় সিনেমা দেখতে না দেয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে জানায়, ‘‘আমরা এই ঘটনায় গভীরভাবে দুঃখিত এবং আমাদের নজরে আনার জন্য সংশ্লিষ্ট পক্ষের প্রতি কৃতজ্ঞ। আমরা এই ঘটনাটি তদন্ত করছি যেন ভবিষ্যতে এই ধরনের ভুল বোঝাবুঝি না হয়। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।’’

হাঙ্গামা/ধ্রুব
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url